বিশ্বকাপের লক্ষ্যে আর্জেন্টিনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া হারমানপ্রীতরা

Indian Hockey Team eye on 2026 Hockey World Cup qualification

এফআইএইচ প্রো লিগের (FIH Pro League) ইউরোপীয় পর্বে টানা দুই ম্যাচে হারের বেদনা ভুলে আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত ভারতীয় পুরুষ হকি দল (Indian Hockey Team)। ১২ জুন এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।

অ্যামস্টেলভেনে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ম্যাচেই হারের মুখ দেখে ভারত। প্রথম ম্যাচে ১-২ এবং দ্বিতীয় ম্যাচে ২-৩ গোলে পরাজিত হয়। উভয় ম্যাচেই শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া করেছে দল, যা এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

   

পেনাল্টি কর্নার ও রক্ষণে ঘাটতি

ভারতের আরেকটি দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে পেনাল্টি কর্নার রূপান্তরে ব্যর্থতা। সোমবারের ম্যাচে ভারত ৯টি পেনাল্টি কর্নার অর্জন করেও মাত্র একটিতে গোল করতে পেরেছে। দলের কোচিং স্টাফ এবং অধিনায়ক হারমানপ্রীত সিংও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রক্ষণভাগেও একাধিকবার দুর্বলতা ধরা পড়েছে, বিশেষ করে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে না পারার কারণে ভারতকে জয় থেকে বঞ্চিত হতে হয়েছে।

২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, বিশেষ অনুষ্ঠানে মাতল তিন দেশ

বর্তমান পয়েন্ট টেবিল ও সামনে পথচলা

বর্তমানে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত তারা মোট ৮টি ম্যাচ খেলেছে এবং এখনো ৬টি ম্যাচ বাকি আছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের বিষয়টি মাথায় রেখেই ভারতের বাকি ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভারতের মূল লক্ষ্য হল পরবর্তী ম্যাচগুলোতে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করা এবং নিজেদের পুরনো ছন্দে ফিরিয়ে আনা।

আর্জেন্টিনার বিপক্ষে আত্মবিশ্বাসী ভারত

আগামী ম্যাচে ভারতের প্রতিপক্ষ আর্জেন্টিনা, যারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তবে সাম্প্রতিক রেকর্ড বলছে, ভারতের বিপক্ষে আর্জেন্টিনার সাফল্য খুব বেশি নয়। ভারত ও আর্জেন্টিনা গত বছর প্যারিস অলিম্পিকে একটি উত্তেজনাপূর্ণ ড্র ম্যাচ খেলেছিল। এ ছাড়া, প্রো লিগ ২০২৩/২৪-এ ভারত আর্জেন্টিনাকে দু’বার পরাজিত করে, যার মধ্যে একটি জয় আসে শুটআউটের মাধ্যমে।

ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত সিং বলেন,“আমরা জানি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ কতটা চ্যালেঞ্জিং হবে। দল প্রতিদিন কঠোর অনুশীলন করছে। আর্জেন্টিনা শক্তিশালী দল, কিন্তু আমরাও তৈরি। আমরা প্রস্তুতির সময় বিভিন্ন কম্বিনেশন ও কৌশল প্রয়োগ করেছি। আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা ভালো পারফরম্যান্স দেখাব।”

ভারত এখন পর্যন্ত প্রো লিগে নির্ধারিত সময়ের মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে কোনো ম্যাচ হারেনি। একমাত্র হারটি ছিল ২০২২ সালে ভুবনেশ্বরে একটি শুটআউটে।

প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতি

দলের প্রশিক্ষণ শিবিরে যথেষ্ট উৎসাহ দেওয়া হচ্ছে। খেলোয়াড়দের মানসিকভাবে দৃঢ় রাখার চেষ্টা করছে কোচিং স্টাফ। খেলোয়াড়রাও নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করে নতুন কৌশল প্রয়োগের চেষ্টা করছে।

হারমানপ্রীত সিং আরও বলেন,“পূর্বের রেকর্ড আমাদের আত্মবিশ্বাস জোগালেও আমরা অতীতে আটকে থাকতে চাই না। আমাদের বর্তমানেই পারফর্ম করতে হবে যদি আমরা বিশ্বকাপে জায়গা করে নিতে চাই।”

ভারতীয় হকি দল এই মুহূর্তে একটি কঠিন সময় পার করছে। তবে এখনও টুর্নামেন্টে অনেক ম্যাচ বাকি এবং ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি শুধু পয়েন্ট নয়, দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও একটি বড় সুযোগ।
দর্শকদের চোখ থাকবে ভারতীয় পেনাল্টি কর্নার ইউনিট ও রক্ষণভাগের ওপর—এই ম্যাচেই প্রমাণ হবে তারা শিক্ষা নিয়েছে কিনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleলোকালয়ে বিশাল পাইথন উদ্ধার, বানারহাটে চাঞ্চল্য
Next articleসন্তানদের ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার দাবি প্রশান্ত কিশোর দলের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।