ভিয়েতনামে খেলতে নামার আগে কী বললেন মানোলো?

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ অক্টোবর থেকে ভিয়েতনামে শুরু হওয়ার কথা ছিল ত্রিদেশীয় টুর্নামেন্ট। আয়োজক দেশের পাশাপাশি যেখানে অংশ নেওয়ার কথা ছিল ভারত ও লেবানন…

Indian Head Coach Manolo Márquez

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ অক্টোবর থেকে ভিয়েতনামে শুরু হওয়ার কথা ছিল ত্রিদেশীয় টুর্নামেন্ট। আয়োজক দেশের পাশাপাশি যেখানে অংশ নেওয়ার কথা ছিল ভারত ও লেবানন ফুটবল দলের। তবে বর্তমানে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। যারফলে গত কয়েকদিন আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে লেবানন। যারফলে বড়সড় বদল এসেছে ম্যাচ সূচিতে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৯ অক্টোবর ভিয়েতনামের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটা বদলে গিয়েছে সম্পূর্ণভাবে।

যারফলে আগামী ১২ই অক্টোবর ভিয়েতনামের মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। তাঁর আগে গত রবিবার শহরে শেষ অনুশীলন করে গোটা দল। যেখানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা যায় সকল ফুটবলারদের। অনুশীলন শেষে সেই প্রসঙ্গে হেড কোচ মানোলো মার্কুয়েজ বলেন, ” শারিরীক দক্ষতার দিক থেকে আমরা আগের থেকে অনেক ভালো পরিস্থিতিতে রয়েছি। এখনও কিছু খেলোয়াড় ভালো পারফরম্যান্স করছে। কিন্তু তাঁরা এখানে নেই। আমরা এখন মরসুমের শুরুতে রয়েছি। তবে আমরা যাদের ডেকে পাঠিয়েছি আশা করি ভিয়েতনাম ম্যাচে ভালো পারফরম্যান্স করবে।”

   

তবে ভিয়েতনামে গিয়ে যে একটা ম্যাচ খেলতে হবে সেই নিয়ে কিছুটা হলেও হতাশ স্প্যানিশ কোচ। সেই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা সেখানে গিয়ে একটা ম্যাচ খেলব। তাঁর জন্য যথেষ্ট খারাপ লাগছে। তবে সেই ম্যাচ খেলার জন্য আমরা তাঁর আগে বেশ কয়েকদিন সময় পেয়ে যাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হলে আমরা হাতে গোনা কয়েকটা দিন অনুশীলন করতে পারতাম। তবে এখন ও বেশ কয়েকদিন সময় রয়েছে‌। সেটাকে কাজে লাগাতে হবে।”

তবে প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী ভারতীয় দলের হেড কোচ। ভিয়েতনাম প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ” ভিয়েতনাম ও আমাদের মতো একই পরিস্থিতিতে রয়েছে। ওদের ওখানকার ফুটবল লিগে ও দলগুলি হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছে। যারফলে এই অবস্থার মধ্য দিয়েই দুই দল ম্যাচ খেলতে নামবে। তবে সেক্ষেত্রে আমাদের ও যথেষ্ট সজাগ থাকতে হবে।”