নির্বাচনী ডামাডোলের মধ্যে রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তার মধ্যেই দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল (Indian football) দল। ২৪ সেপ্টেম্বর ভিয়েতনাম এবং তারপর ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। ফিফা র্যা ঙ্কিংয়ে ভারত রয়েছে ১০৪ নম্বরে। ভিয়েতনামের র্যা ঙ্কিং ৯৭ আর সিঙ্গাপুর রয়েছে ১৫৯ নম্বরে।
কয়েক সপ্তাহ আগে এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র আদায় করেছিল ভারত। আফগানিস্তান, হংকং এবং কম্বোডিয়াকে হারিয়ে। জাতীয় কোচ ইগর স্টিম্যাচ বলেছেন, “সামনে বড় চ্যালেঞ্জ। এশিয়ান কাপে যেন আমরা নিজেদের সেরাটা দিতে পারি তার জন্যই এই প্রস্তুতি ম্যাচ খেলা। দেখেও নেওয়া যাবে ফুটবলাররা কে কীরকম কন্ডিশনে রয়েছে।” আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলার আগে স্টিম্যাচ চেষ্টা করছেন কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জাতীয় সিনিয়র দলের আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলানোর।