কাতার ম্যাচের প্রস্তুতির দিকে নজর গুরপ্রীতদের

গতকাল কুয়েতের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে মাঠ ছেড়েছে ভারত। যা নিয়ে হতাশ সকলেই। তবে ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সিন্ধুর (Gurpreet Singh Sandhu) উপস্থিতি যথেষ্ট প্রভাব…

gurpreet singh sandhu

গতকাল কুয়েতের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে মাঠ ছেড়েছে ভারত। যা নিয়ে হতাশ সকলেই। তবে ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সিন্ধুর (Gurpreet Singh Sandhu) উপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছে ম্যাচের মধ্যেই। নাহলে একাধিক গোলের ব্যবধানে পরাজিত হতে হত ব্লু-টাইগার্সদের। গোটা ম্যাচ জুড়ে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষনভাগে ভারতীয় ফুটবলারদের উঠে আসতে দেখা গেলেও সেরকম কাজের কাজ আদতে কিছুই হয়নি। মাঝে আনোয়ার আলীর কাছে একটু দুরন্ত সুযোগ আসলেও তিনিও সেভাবে কাজে লাগাতে পারেননি সেটি। নাহলে, অনায়াসেই হয়ত গোলের মুখ খুলে নিতে পারত ব্লু-টাইগার্স।

তবে দ্বিতীয়ার্ধে সময় এগোনোর সাথে সাথেই আক্রমণের তেজ বাড়াতে দেখা যায় রুই বেন্টোর ছেলেদের। কিন্তু গুরপ্রীত সিংয়ের দক্ষতায় বারংবার আটকে যেতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি নেমে আসে সুনীল ছেত্রীর। যা নিয়ে খুব একটা খুশি নন তিনি নিজেও।

   

ম্যাচ শেষে চোখের জল মুছতে মুছতেই স্টেডিয়ামের চারদিক প্রদক্ষিণ করতে দেখা যায় তাকে। পরবর্তীতে একরাশ হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান ভারতীয় ফুটবলের এই কিংবদন্তী। এবার কাতার ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। কিন্তু শক্তিশালী এই দলের বিপক্ষে লড়াই যে অনেকটাই কঠিন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

তবুও সেরাটা দিতে মরিয়া সকলে। এই প্রসঙ্গে দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সিন্ধু বলেন, এরপর থেকে আমাদের সাথে সুনীল ভাই আর থাকবে না। যা নিঃসন্দেহে হতাশাজনক। কিন্তু আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। পরবর্তীতে কাতারের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু কুয়েতের বিপক্ষে আটকে যাওয়ার ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা অনেকটাই ক্ষীন হয়ে গেল ভারতের।