Injury Blow: চোটের কবলে আরও এক ভারতীয় ফুটবলার

Freddy Lallawmawma

চলতি ইন্ডিয়ান সুপার লীগে আরও এক চোট সংবাদ। এবার চোটের কবলে পড়েছেন Freddy Lallawmawma। আপাতত তিনি মাঠের বাইরে। আগামী ম্যাচেও অনিশ্চিত।

Advertisements

কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবে একের পর এক চোট সমস্যা। কোচ ইভান ভুকানোভিচ খুব কম ম্যাচে পূর্ণ শক্তির স্কোয়াড হাতে পাচ্ছে প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে। Freddy Lallawmawma হায়দরাবাদ এফসির আসন্ন ম্যাচের জন্য আপাতত নিশ্চিত নন।

   

আশঙ্কা করা হচ্ছে ফ্রেডির চোট বেশ গুরুতর। আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তার গোড়ালির লিগামেন্টে চোট রয়েছে। চোট বেশি গুরতর হলে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। চোট আরও জোরালো হলে রিকভারি টাইম আরও বাড়তে পারে। Freddy Lallawmawma একুশ বছর বয়সী মিজো ফুটবলার। খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে।

Advertisements

২৫ নভেম্বরের পর থেকে ইন্ডিয়ান সুপার লীগের ধারাবাহিক ম্যাচ খেলতে হবে কেরালা ব্লাস্টার্সকে। বর্তমানে লীগ ক্রম তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দল। খেলেছে ছয়টি ম্যাচ, একটি মাত্র পরাজয়। প্রাপ্ত পয়েন্ট ১৩। চার ম্যাচে জয় লাভ করেছে কেরালা ব্লাস্টার্স এফসি।