ভারতীয় এই ফুটবলারের ওপর আস্থা রাখল নর্থইস্ট ইউনাইটেড

Bekey Oram extends his stay with NorthEast United FC

ভারতীয় ফুটবলের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল সবসময়েই প্রতিভার এক বিশাল ভাণ্ডার হিসেবে পরিচিত। এই অঞ্চল থেকে উঠে আসা একের পর এক তরুণ ফুটবলার দেশের ময়দানে আলো ছড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় নর্থইস্ট ইউনাইটেড এফসির (NorthEast United FC) জার্সিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন একজন নাম, বেকি ওরাম (Bekey Oram)। সম্প্রতি ২০২৮ মরসুম পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এই তরুণ মিডফিল্ডার।

২০২৩-২৪ মরসুমে নর্থইস্ট ইউনাইটেড এফসির হয়ে যাত্রা শুরু করেন বেকি। প্রথম সিজন থেকেই তিনি নজর কাড়েন তাঁর পজিশন সেন্স, খেলার পড়াশোনা এবং মাঠে পরিণত মানসিকতার জন্য। মিডফিল্ডের প্রাণ হিসেবে যেমন, তেমন প্রয়োজনে রক্ষণেও তিনি নেমে আসেন সাহসিকতার সঙ্গে। এই মাল্টি-পজিশনাল অ্যাবিলিটি-ই তাঁকে করে তুলেছে কোচদের ভরসার প্রতীক।

   

বেকি ওরামের অন্যতম বড় অর্জন নর্থইস্ট ইউনাইটেডের হয়ে ৪০তম সিকিম গভর্নরের গোল্ড কাপ জয়। এই টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স ছিল দলীয় সাফল্যের চালিকাশক্তি। শুধু তাই নয়, ডুরান্ড কাপ এবং সুপার কাপে তাঁর পারফরম্যান্স ছিল ধারাবাহিক। পাশাপাশি, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও অংশ নিয়ে তিনি আরও পরিণত হয়েছেন কৌশলগত দিক থেকে।

চুক্তি নবায়নের পর বেকি ওরাম বলেন, “এই ক্লাব আমার জন্য শুধু একটি জার্সি নয়, এটি একটি পরিবার। কোচ, টিমমেট, এবং ম্যানেজমেন্ট—সবাই আমাকে আগলে রেখেছেন। এই দুই বছরে আমি অনেক কিছু শিখেছি এবং আমি বিশ্বাস করি, আগামী দিনে আমি আরও বড় অবদান রাখতে পারব।” এই কথা থেকেই স্পষ্ট যে তাঁর মনের মধ্যে ক্লাবের প্রতি এক গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধ জন্ম নিয়েছে।

প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালি বলেন, “বেকি এমন একজন খেলোয়াড়, যিনি খেলার ভেতরটা বোঝেন। তাঁর ডিসিশন মেকিং, মাঠে উপস্থিত বুদ্ধি, আর পজিশনিং অসাধারণ। সে শুধু তরুণ প্রতিভাই নয়, বরং ভবিষ্যতের নেতা।”

ক্লাবের সিইও মন্দার তামহানে যোগ করেন, “বেকির সঙ্গে চুক্তি নবায়ন আমাদের ক্লাব দর্শনেরই প্রতিফলন। আমরা যুব প্রতিভাকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে চাই, এবং বেকি সেই রোল মডেল।”

নর্থইস্ট ইউনাইটেড এমন এক ক্লাব, যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস করে। বেকির সঙ্গে দীর্ঘ চুক্তি সেই পরিকল্পনারই অংশ। ক্লাব কেবল তাকে একজন খেলোয়াড় হিসেবে দেখছে না, বরং ভবিষ্যতের মূল খেলোয়াড়দের একজন হিসেবে গড়ে তুলতে চাইছে। তাঁর মাঠে নেতৃত্বগুণ, পরিণত ফুটবলবোধ এবং শেখার মানসিকতা তাঁকে আগামী দিনের ভারতীয় ফুটবলের গুরুত্বপূর্ণ মুখ করে তুলবে বলেই বিশ্বাস।

নর্থইস্ট ইউনাইটেডের সমর্থকরাও ইতিমধ্যে বেকিকে আপন করে নিয়েছেন। মাঠে তাঁর দুর্দান্ত ট্যাকল, বল কন্ট্রোল, আর উজ্জ্বল পাসিং গেম তাঁকে মাঠের বাইরে থেকেও জনপ্রিয় করে তুলেছে। এই চুক্তি শুধুমাত্র কাগজে-কলমে নয়, এটি সমর্থকদের ভালোবাসার প্রতিফলনও।

বেকি ওরামের যাত্রা এখন শুরু। সামনে আরও চ্যালেঞ্জ, আরও ম্যাচ, আরও ইতিহাস লেখার সুযোগ। কিন্তু একটা বিষয় নিশ্চিত—নর্থইস্ট ইউনাইটেড এফসির ভবিষ্যৎ পরিকল্পনায় বেকি শুধু একজন অংশীদার নন, বরং এক প্রেরণার নাম।

Indian Footballer Bekey Oram extends his stay with NorthEast United FC

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleসিপিএমের পর ২০২৬ নির্বাচনে বিজেপিকে শূণ্য করার সংকল্প মমতার
Next articleসাইপ্রাসে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।