দু’দশকেরও বেশি সময় পর মহাদেশীয় প্রতিযোগিতায় ফিরছে ভারতীয় মহিলা ফুটবল দল (Indian Football)। সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের ঠিক আগে বড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এশিয়ান কাপের প্রস্তুতির মাঝেই ভারতের মহিলা দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হল কোস্টারিকার বিশ্বকাপার কোচ আমেলিয়া ভালভের্ডেকে।
৩৯ বছর বয়সি এই কোচ ইতিমধ্যেই তুরস্কের অ্যান্টালিয়ায় ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন। সেখানেই এক মাসের প্রস্তুতি শিবির চালাচ্ছেন সঙ্গীতা, সুইটি দেবীদের মতো অভিজ্ঞ ও তরুণ মুখেরা। আগামী ৪ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ভারতের এশিয়ান কাপ অভিযান। প্রথম ম্যাচ ভিয়েতনামের বিরুদ্ধে। একই গ্রুপে রয়েছে শক্তিশালী জাপান ও চিনা তাইপেই।
ওয়ান ডে হারের বদলা টি-২০ সিরিজে নিতে ভারতের একাদশে বড় চমক!
প্রাক্তন ফুটবলার আমেলিয়া ভালভের্ডে মাত্র ২৪ বছর বয়সে কোচিং কেরিয়ার শুরু করেন। দীর্ঘ সময় ধরে কোস্টারিকা জাতীয় দলের দায়িত্ব সামলে তিনি নজির গড়েছেন। তাঁর কোচিংয়েই ২০১৫ ও ২০২৩ মহিলা বিশ্বকাপে অংশ নেয় কোস্টারিকা। ২০১৫ বিশ্বকাপে তিনি ছিলেন দ্বিতীয় কনিষ্ঠ কোচ, যেখানে স্পেন ও দক্ষিণ কোরিয়ার মতো দলের বিরুদ্ধে ড্র করে চমক দিয়েছিল কোস্টারিকা। এছাড়াও ২০১৭ সেন্ট্রাল আমেরিকান গেমসে তাঁর কোচিংয়েই স্বর্ণপদক জেতে কোস্টারিকা। ২০১৬ সালে কনকাকাফের সেরা মহিলা কোচ নির্বাচিত হন তিনি।
২০২৩ সালে কোস্টারিকা দলের দায়িত্ব ছাড়ার পর মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরে’র কোচ হিসেবে সাফল্য পান আমেলিয়া। সেখান থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিতে এলেন তিনি।
কেন কোচ বদল টুর্নামেন্টের আগে?
এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠলেও ফেডারেশনের তরফে স্পষ্ট করা হয়েছে। বর্তমান কোচ ক্রিসপিন ছেত্রীর এএফসি প্রো লাইসেন্স না থাকায় এশিয়ান কাপে বেঞ্চে বসা নিয়ে আইনি জটিলতা রয়েছে। তাই তাঁকে সহকারী কোচ হিসেবে রেখে চিফ কোচের দায়িত্বে আনা হয়েছে আমেলিয়াকে।
উল্লেখ্য, ২২ বছর পর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করানোর কৃতিত্ব ক্রিসপিন ছেত্রীরই।
আমেলিয়ার সঙ্গে তাঁর আস্থাভাজন কোচিং স্টাফও যোগ দিয়েছে ভারতীয় শিবিরে।
এলি আভিলা – নতুন গোলরক্ষক কোচ
ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে নাটক অব্যাহত, ‘নিরাপদ’ বোধ করছেন না লিটন
জোশ স্যাঞ্চেজ – স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ
তবে আগের কোচিং টিমের সদস্য ক্রিসপিন ছেত্রী, প্রিয়া পিভি ও মারিয়ো আগুইয়ার দলেই থাকছেন।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের উদ্যোগে ভারতের মহিলা ফুটবল দল পেয়েছে কোকা-কোলার মতো আন্তর্জাতিক স্পনসর, যা মেয়েদের ফুটবলে নতুন গতি এনেছে। ছেলেদের দল যখন আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিকতা খুঁজছে, তখন মেয়েদের দলই হয়ে উঠছে দেশের ফুটবলের নতুন ভরসা।
The All India Football Federation has appointed Amelia Valverde as the coach of the Indian senior women’s team. 🇮🇳
Valverde, 39, who hails from Costa Rica 🇨🇷, has joined the Indian camp in Antalya, Türkiye, where the #BlueTigresses are preparing for the AFC Women’s Asian Cup… pic.twitter.com/SJMPCu7R23
— Indian Football (@IndianFootball) January 20, 2026
