কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ফুটবল ভক্তরা (Football Fans) দেখল এক উত্তেজনাকর ফাইনাল। নির্ধারিত সময়ে ২-২ গোলে ম্যাচ শেষ হলেও, টাইব্রেকারে বাংলাদেশকে (Bangladesh) ৪-১ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়ন (SAFF U17 Championship) হল ভারত (Indian Football Team)। ‘ব্লু কোল্টস’দের জয় তাদের টুর্নামেন্টে চতুর্থবারের মতো শিরোপা (India Football News) জয়ের স্বাদ এনে দিল (Bengali Sports News)।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে নামে ভারত। খেলা শুরুর মাত্র ৪ মিনিটেই দাল্লালমুওন গাংতে গোল করে দলকে এগিয়ে দেন। এরপরও ভারত একাধিক আক্রমণ চালায় এবং বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখার চেষ্টা করে। তবে খেলার গতি ও চাপের বিরুদ্ধে গিয়ে ২৫ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। মহম্মদ আরিফের কর্নার কিক থেকে হেডে গোল করেন মহম্মদ মানি।
গোলের পর কিছুক্ষণ আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। তবে ৩৮ মিনিটে ভারতের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আজলান শাহ। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বল দখল, পাসিং ও প্রেসিং, সব দিক থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ‘ইয়ং টাইগার্স’রা। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি। ভারতের গোলকিপার এদিন ছিলেন প্রাচীরসম। তবে নির্ধারিত সময়ের অতিরিক্ত যোগ করা সময়ে (৯০+৭ মিনিটে) ঈশান হাবিবের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই দুরন্ত কামব্যাক করে ভারত। একের পর এক স্পটকিক সফলভাবে রূপান্তর করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। বাংলাদেশ টাইব্রেকারে চাপে ভেঙে পড়ে, গোল করতে ব্যর্থ হন দুই কিকার।
সেমিফাইনালে ভারত ৩-০ গোলে হারিয়েছিল নেপালকে। অন্যদিকে, বাংলাদেশ ২-০ গোলে হারায় পাকিস্তানকে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা উপহার দেওয়া দুই দলই ফাইনালে ছিল সমানতালে। তবে শেষ হাসি হাসে ভারতই।
Job done in Colombo! 😎
The #U17SAFF2025 crown belongs to India! 🏆🇮🇳 #BlueColts #BANIND #IndianFootball ⚽️ pic.twitter.com/MQbRxMQxIP
— Indian Football Team (@IndianFootball) September 27, 2025
Indian Football Team win SAFF U17 Championship beating Bangladesh in thrilling final by tiebreaker