জুনের আগেই শহরে আসছে সুনীল ব্রিগেড, কিন্তু কবে ?

আফগানিস্তান ম্যাচের ধাক্কা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই ব্লু-টাইগার্সের (Indian football team)। আগামী ৬ই জুন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের লড়াই করতে হবে শক্তিশালী কুয়েতের বিপক্ষে।…

Indian football team

আফগানিস্তান ম্যাচের ধাক্কা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই ব্লু-টাইগার্সের (Indian football team)। আগামী ৬ই জুন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের লড়াই করতে হবে শক্তিশালী কুয়েতের বিপক্ষে। তার আগে ভুবনেশ্বরে জোর কদমে অনুশীলন করছে গোটা দল। গত পরশুদিন জাতীয় শিবিরে ডেকে পাঠানো ফুটবলারদের মধ্যে থেকে ২৭ জনের একটি স্কোয়ার্ ঘোষণা করেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ।

তাদের নিয়েই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন ভারতীয় দলের কোচ। খেলোয়ারদের মনোবল এবং প্রচেষ্টায় বর্তমানে যথেষ্ট আশাবাদী তিনি। অর্থাৎ দেশের সেরা ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী শিবির প্রভাব যেন হাতেনাতে পাচ্ছেন তিনি।

   

আইএসএল শেষ হবার পর, দিন কয়েকের বিরতি নিয়ে পরবর্তীতে জাতীয় শিবিরে যোগদান করেছিল ডাক পাওয়ার সকল ফুটবলার। প্রথম দিন থেকেই যথেষ্ট দক্ষতার সাথে অনুশীলন করিয়ে আসছেন স্টিমাচ। সেটপিস থেকে শুরু করে ডিফেন্স হোক কিংবা ট্রানজিশন, সবদিকেই নজর রয়েছে তার।

আসলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে গেলে এই ম্যাচে জয় পাওয়া অত্যন্ত আবশ্যক ব্লু টাইগার্সদের। তাছাড়া এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোচ ইগর স্টিমাচের ভবিষ্যত। অর্থাৎ কুয়েত ম্যাচের ফলাফল দেখেই ভারতীয় দলের কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

কিন্তু এসবের মাঝেই কিছুটা বদলে গেল সূচী। পূর্বে জানা গিয়েছিল, ৬ই জুনের ম্যাচের কথা মাথায় রেখে ওডিশার ভুবনেশ্বরে অনুশীলন সেরে জুনের একেবারে প্রথম দিকে শহরে পা রাখবে গোটা ভারতীয় দল। কিন্তু এবার উঠে আসলো নয় তথ্য। একটি জনপ্রিয় মাধ্যম সূত্রে খবর, মে মাসের শেষের দিকেই শহরে পা রাখতে পারে সুনীলরা। আসলে কুয়েত ম্যাচ খেলছে নামার আগে কলকাতার পরিবেশের সঙ্গে নিজের কিছুটা মানিয়ে নেওয়ার ভাবনা রয়েছে দলের। সেজন্যই নেওয়া হতে পারে এমন সিদ্ধান্ত।