চিনের বিরুদ্ধে ৫-১ গোল পরাজয়, তার ওপর চোটের কবলে একাধিক ফুটবলার। ম্যাচের শেষে দুশ্চিন্তা প্রকাশ করেছেন জাতীয় দলের (Indian football) হেড কোচ ইগোর স্টিম্যাচ। অস্বস্তিতে মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল।
কোনোরকম প্রস্তুতি ছাড়া চিনের বিরুদ্ধে দল নামিয়েছিল ভারত। দীর্ঘ ট্রেন যাত্রার ধকল কাটিয়ে ওঠার আগে মাঠে নেমেছিলেন ফুটবলাররা। ফলে যা হওয়ার তাই হল। আশঙ্কা সত্যি করে স্কোয়াডের একাধিক ফুটবলারকে কেন্দ্র করে দানা বেঁধেছে চোটের আশঙ্কা। মোহন বাগান সুপার জায়ান্টের সুমিত রাঠি, ইস্টবেঙ্গলের লালচুংনুঙ্গা এবং কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের ব্রেস মিরান্ডাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন ইগোর।
ম্যাচের পরে কোচ জানিয়েছেন, “আমরা গভীর সমস্যার মধ্যে পড়েছি। দলের তিন ফুটবলার সুমিত রাঠি, লালচুংনুঙ্গা, ব্রেস মিরান্ডা খেলা চলাকালীন পেশীতে টান অনুভব করেছে। বৃহস্পতিবারের ম্যাচে তাদের মাঠে নামলে চোটের সম্ভাবনা আরও বেড়ে যাবে।”
কিংস কাপে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন আশিক কুরুনিয়ন। চলতি মরসুম থেকে একেবারে ছিটকে গিয়েছেন তিনি। সুমিত রাঠি মোহন বাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের অধিনায়ক। কলকাতা ফুটবল লীগের সুপার সিক্স পর্বের যোগ্যতা অর্জন করেছে দল। অন্য দিকে ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগের মূল স্তম্ভ জর্ডন এলসে কবে মাঠে ফিরবেন সে ব্যাপারে নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে লালচুংনুঙ্গার পেশীতে টান ধরার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে কলকাতার ফুটবল প্রেমীদের মধ্যে।