সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ (SAFF U-19 Championship) ২০২৫ শুরু হতে চলেছে আগামী ৯ মে। ভারতের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল (Indian Football Team) এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে। ২০১৫ সালে রানার্স-আপ হওয়ার পর ২০২৩ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় শিরোপা জেতে ভারত। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার টানা দ্বিতীয়বার জয় অর্জনের লক্ষ্য নিয়ে প্রস্তুত ভারতীয় তরুণ ফুটবলাররা।
২০২৫ সালের আসরে ভারত রয়েছে ‘গ্রুপ বি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নেপাল ও শ্রীলঙ্কা। এই দুই দল যথেষ্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে ভারতীয় কোচ বিবিয়ানো ফার্নান্দেস জানিয়েছেন, তার দলের প্রতিটি খেলোয়াড় আত্মবিশ্বাসে ভরপুর এবং তারা শিরোপা ধরে রাখতে তৈরি।
ছাঁটাইয়ের পথে দলের ধনী ক্রিকেটার! মরণ-বাঁচন লড়াই শেষে বার্তা মালিকের
২০১৫: কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ
২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ এবং সেই আসরেই ভারত দারুণ পারফরম্যান্স করে ফাইনালে ওঠে। গ্রুপ ‘বি’-তে আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দুর্দান্ত খেলেছিল। দুটি ম্যাচেই জয় পায় তারা, পাঁচটি গোল করে এবং একটি গোলও খায়নি।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ম্যাচটি ৯০ মিনিটে গোলশূন্য ড্র হওয়ার পর গড়ায় টাইব্রেকারে, যেখানে ভারত ৪-৩ ব্যবধানে জয়লাভ করে। এরপর ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হয় ব্লু কোল্টস। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও শাহবাজ খানের গোলে সমতা ফেরায় ভারত এবং ম্যাচ আবার টাইব্রেকারে গড়ায়।
কিন্তু দুর্ভাগ্যবশত, টাইব্রেকারে মঈনুদ্দিন খানের পেনাল্টি মিসের ফলে ভারত ৫-৪ ব্যবধানে হেরে যায় এবং রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।
২০২৩: প্রতিশোধ ও গৌরবের গল্প
আট বছর পর, ২০২৩ সালে ভারত আবারো এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং সেবার আর কোনো ভুল না করে পূর্ণ মর্যাদায় চ্যাম্পিয়ন হয়। গ্রুপ বি-তে ভারত ছিল ভুটান ও বাংলাদেশের সঙ্গে। দুটি ম্যাচেই সহজ জয় পায় তারা – মোট পাঁচটি গোল করে এবং মাত্র একটি গোল হজম করে।
সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল পুরনো শত্রু নেপাল। উভয় দলই একটি করে গোল করে, ভারতের পক্ষে গোলটি করে সাহিল খুরশিদ। ম্যাচটি আবারো টাইব্রেকারে যায়, কিন্তু এবার ভারতীয় গোলরক্ষক ও খেলোয়াড়রা দৃঢ়তা দেখিয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম্যাচে ব্লু কোল্টস দেখিয়ে দেয় তাদের শ্রেষ্ঠত্ব। গগসমার গোয়ারি ও মাঙ্গলেনথাং কিপজেনের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত ৩-০ ব্যবধানে জিতে নেয় শিরোপা।
বাগানের ওপর ফিফার ‘নিষেধাজ্ঞা’ কোপ! কেন্দ্রবিন্দুতে অজি ফুটবলার
২০২৫: ইতিহাস গড়ার লক্ষ্যে
২০২৫ সালে ভারতের সামনে বড় সুযোগ — টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হওয়া। যদিও প্রতিপক্ষ নেপাল এবং শ্রীলঙ্কাও ভালো দল, তবে ভারতের বর্তমান স্কোয়াডে রয়েছে প্রতিভার ছড়াছড়ি। কোচ বিবিয়ানো ফার্নান্দেসের প্রশিক্ষণে দলটি ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তায় ভর করে এগিয়ে যাচ্ছে।
এখন দেখার বিষয়, ব্লু কোল্টস কি আবারো তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে? সমর্থকদের চোখ এখন আরুনাচল প্রদেশের মাঠে, যেখানে তরুণ ভারতীয়রা লিখতে চায় নতুন ইতিহাস।