Merdeka Cup: চোটের জেরে মালয়েশিয়া ম্যাচে মাঠের বাইরে চার তারকা

Indian Football Team

আগামী শুক্রবার মারডেকা কাপে (Merdeka Cup) মালয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। গত কিংস কাপে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও এবার কুয়ালালামপুরের বুকিত জালাল স্টেডিয়ামে সকলের সামনে জয়ের উদ্দেশ্যে মাঠে নামছে ব্লু টাইগার্স।

Advertisements

উল্লেখ্য, চলতি বছরে দেশের মাটিতে একের পর এক টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স থাকলেও এবার বিদেশের মাটিতে ভালো পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া ইগর স্টিমাচের ছেলেরা। পূর্বে ও মারডেকা কাপে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল ভারত। এবার সেটাই বজায় রাখার চেষ্টা সকলের।

মূলত প্রথম ম্যাচে আয়োজক দেশ মালয়েশিয়াকে হারিয়ে পরবর্তী ম্যাচ খেলার চেষ্টা থাকবে সুনীল ব্রিগেডের। সেই মর্মেই গত কয়েকদিন আগে বিদেশে পাড়ি দিয়েছে ভারতীয় ফুটবল দল। পাশাপাশি গত মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ছেত্রী ও সন্দেশ ঝিঙ্গান। তবে জিকসন সিংয়ের আশার কথা থাকলেও চোটের কারনে ছিটকে গিয়েছেন তিনি। যারফলে, তাকে বাদ দিয়ে দল সাজাতে হবে স্টিমাচকে।

Advertisements

অন্যদিকে, চোটের কারনে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের চার তারকা ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন বাগান অধিনায়ক শুভাশিস বোস। এছাড়াও আছেন আনোয়ার আলি, ব্রান্ডন ও মনবীর সিং। যারফলে, কিছুটা হলেও চাপ থাকবে ব্লু টাইগার্সের।