জিতেও চিন্তায় রাখছে চোট সমস্যা, অনিশ্চিত আরেক তারকা

আঠারো মাসের অপেক্ষার পর জয়ের সরণিতে ফিরেছে ভারতীয় ফুটবল দল (Indian football team)। বুধবার সন্ধ্যায় শিলংয়ের বুকে এই উইন্ডোর প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের…

Brandon Fernandes

আঠারো মাসের অপেক্ষার পর জয়ের সরণিতে ফিরেছে ভারতীয় ফুটবল দল (Indian football team)। বুধবার সন্ধ্যায় শিলংয়ের বুকে এই উইন্ডোর প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল মালদ্বীপের সঙ্গে। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে আসে জয়। প্রতিপক্ষ খুব একটা শক্তিশালী না হলেও একেবারেই বাড়তি ঝুঁকি নিতে রাজি ছিলেন না ভারতীয় ফুটবল দলের হেড কোচ। সেজন্য, সপ্তাহ কয়েক আগেই ২৬ জন ফুটবলারদের বেছে নিয়ে পাহাড়ের বুকে প্রস্তুতি শুরু করেছিলেন এই স্প্যানিশ কোচ। যেখানে চেনা মুখের পাশাপাশি স্থান পেয়েছিল বেশ কিছু নতুন মুখ।

তাছাড়া ফরোয়ার্ডে ঝড় তোলার জন্য ছিলেন সুনীল ছেত্রী। তাঁর অবস্থান নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আক্রমণভাগকে‌। যারফলে আর জয় পেতে খুব একটা সমস্যা হয়নি ব্লু-টাইগার্সদের। আসন্ন বাংলাদেশ ম্যাচের আগে এই জয় নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে গোটা স্কোয়াডকে। কিন্তু চোট আঘাতের সমস্যা বারংবার চিন্তায় রাখছে সকলকে। বলাবাহুল্য, আজকের এই ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময় চোট পান ব্রান্ডন ফার্নান্দেজ। পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ভারতীয় তারকাকে। শেষ পর্যন্ত বিকল্প হিসেবে নামানো হয় ফারুক চৌধুরীকে।

   

Also Read | শিলংয়ের মাঠে ‘শেষের কবিতা’ লিখল সুনীল ব্রিগেড 

Advertisements

বলাবাহুল্য, ম্যাচের প্রথম গোলের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্রান্ডন। তাঁর কর্নার থেকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রাহুল ভেকে। কিন্তু পরবর্তীতে আক্রমণে ওঠার সময় চোট পান এই তারকা। যারফলে একটা সময় ডাগ আউটে ব্যান্ডেজ পরিহিত অবস্থায় বসে থাকতে দেখা যায় এই মিডফিল্ডারকে। যারফলে আসন্ন এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে আদৌ তিনি খেলতে পারবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে চোট আঘাতের সমস্যা একেবারেই নতুন নয়।

দল ঘোষণার পরেই চোট সমস্যা দেখা দিয়েছিল তারকা ডিফেন্ডার আশীষ রাইয়ের। যারফলে তাঁর পরিবর্তে দলে আনা হয় অভিষেক সিংকে। কিন্তু সেখানেই শেষ নয় দিন কয়েক আগেই চোট সমস্যার জন্য ছিটকে যেতে হয়েছে দলের আক্রমণভাগের আরেক স্তম্ভ লালিয়ানজুয়ালা ছাংতেকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। যদিও তাঁর বিকল্প হিসেবে কাউকে নেননি মানোলো। তারপর আজ সকালে উঠে আসে আরেক তথ্য। চোট পান দলের ভরসাযোগ্য উইঙ্গার মনবীর সিং। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মালদ্বীপের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। এবার এই সমস্যার মধ্যে দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ব্লু-টাইগার্সদের।