পাকিস্তান নয় ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ!

দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে (Nepal) ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনালে (SAFF U17 Championship Final) উঠলো ভারত অনূর্ধ্ব-১৭ জাতীয় দল (Indian Football Team)। টুর্নামেন্টের…

Indian Football Team reach SAFF U-17 Championship Final beat Nepal by 3-0

দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে (Nepal) ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনালে (SAFF U17 Championship Final) উঠলো ভারত অনূর্ধ্ব-১৭ জাতীয় দল (Indian Football Team)। টুর্নামেন্টের চতুর্থ জয় তুলে নিয়ে ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত (India Football News)।

গোল করেছেন ওয়াংখেইরাকপাম গুনলাইবা (৬১’), বদলি খেলোয়াড় আজলান শাহ খান (৮০’) ও ডায়মন্ড সিং থোকচম (৯০+৪’)। (Bengali Sports News)

   

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি ভারতের হাতেই। বলের দখল, পাসিং এবং আক্রমণে দাপট দেখিয়েছেন ভারতীয় কিশোররা। একের পর এক আক্রমণ গড়ে তোলেন এমডি আইমান, ডালালমুয়োন গাঙ্গতে এবং কামগুহাও দৌঙ্গল। তবে ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারেনি দল।

রক্ষণভাগেও ভারত ছিল নিখুঁত। নেপালের ফরোয়ার্ডদের কোনো সুযোগ না দিয়েই মাঝমাঠ থেকে চাপ সৃষ্টি করে রেখেছিলো তারা। নেপালের একমাত্র উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল প্রতিস থাপা মাগরের দূরপাল্লার শট, যেটি অসাধারণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক মানসজ্যোতি বরুয়া।

দ্বিতীয়ার্ধে শুরুর ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ভারত। ডেনি সিংয়ের নিচু ক্রসে গাঙ্গতে চালাকির সাথে বলটি ছেড়ে দেন, গোলরক্ষক ও রক্ষণভাগ বিভ্রান্ত হয়ে পড়ে। সুযোগের সদ্ব্যবহার করেন গুনলাইবা, সহজ ফিনিশে এগিয়ে নেয় দলকে।

৮০ মিনিটে ভারতীয় আক্রমণে আসে গতি ও গর্জন। বদলি আজলান শাহ বাঁদিক ধরে দৌড়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত শটে বল জড়ান জালে।

Advertisements

ইনজুরি টাইমে তৃতীয় গোলটি আসে গুনলাইবার নিচু ক্রস থেকে। এবার গোলদাতা আরেক বদলি খেলোয়াড়, ডায়মন্ড সিং থোকচম, যিনি কাছ থেকে সহজ ট্যাপে ম্যাচের স্কোরলাইন ৩-০ করেন।

এই জয়ে কোচ বিবিয়ানো ফার্নান্দেজের দল আত্মবিশ্বাসের তুঙ্গে। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধের সুযোগ থাকছে ভারতীয় যুবাদের সামনে। এখন দেখার, টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারে কি না ভারত।

Indian Football Team reach SAFF U-17 Championship Final beat Nepal by 3-0

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News