বেঙ্গালুরুর সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্স চলছে ভারতীয় পুরুষ ফুটবল দলের (Indian Football Team) ঘাম ঝরানো অনুশীলন। সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্সের (AFC Asian Cup 2027 Qualifiers) ফাইনাল রাউন্ডে সিঙ্গাপুরের (Singapore) মুখোমুখি হবে ব্লু টাইগাররা (Football News)। ৯ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ এবং ১৪ অক্টোবর গোয়ায় হোম ম্যাচে নামবে ভারত। দলের লক্ষ্য একটাই জয় এবং এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করা।
দলের হেড কোচ খালিদ জামিলের অধীনে এই ক্যাম্পে কিছু নতুন মুখ যেমন আছে, তেমনি রয়েছেন অভিজ্ঞ খেলোয়াড়রাও। তবে সবার মধ্যে রয়েছে এক নতুন উদ্দীপনা। দলের ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাংতে জানিয়েছেন, “প্রত্যেক খেলোয়াড় জানে এই ম্যাচগুলোর গুরুত্ব কতটা। সিঙ্গাপুর একটি প্রতিযোগিতামূলক দল, কিন্তু আমরা নিজেদের খেলার দিকেই ফোকাস করছি। আমরা সবাই চাই ভারতকে গর্বিত করতে।”
বর্তমানে গ্রুপ ‘সি’তে এক পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান তলানিতে, অন্যদিকে সিঙ্গাপুর শীর্ষে চার পয়েন্ট নিয়ে। এই অবস্থায় দুটি ম্যাচই হতে চলেছে বাঁচা-মরার লড়াই।
গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, যিনি ২০২২ সালে সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন। তিনি জানিয়েছেন, “সিঙ্গাপুর আগের তুলনায় অনেক উন্নতি করেছে। ওদের দলে এমন খেলোয়াড় আছে যারা মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমরা মাঠে নামব শুধুমাত্র জয়ের মানসিকতা নিয়ে।”
কয়েক সপ্তাহ আগেই সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (CAFA) নেশনস কাপ ২০২৫ ব্রোঞ্জ পদক জিতে ফিরেছে ভারত। তাজিকিস্তান ও ওমানের মতো দলের বিপক্ষে জয়। বিশেষ করে ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে জয়, দলকে চাঙ্গা করে তুলেছে। সেই ম্যাচে গুরপ্রীত সান্ধু ছিলেন দলের অন্যতম নায়ক।
গুরপ্রীত সিং সান্ধু বলেন, “CAFA Nations Cup আমাদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে দিয়েছে। দল হিসেবে এক হয়ে খেলেছি বলেই এই ফল এসেছে। এখন আমাদের লক্ষ্য সেই ঐক্য ও মানসিকতা বজায় রাখা। প্রতিটি ম্যাচে দেশের হয়ে লড়াই করার জেদ নিয়ে খেলতে হবে।”
বেঙ্গালুরুতে চলমান অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের মধ্যে দারুণ আন্তরিকতা দেখা যাচ্ছে। ছাংতে বলেন, “প্রথম দিন থেকেই অনুশীলনের ইন্টেনসিটি খুবই উঁচু মানের। সবাই মন দিয়ে কোচের পরিকল্পনা বুঝে নিচ্ছে। এই দলটা সত্যিই জয়ের জন্য ক্ষুধার্ত।”
🗣️ @lzchhangte7: “Everyone knows what is at stake, and the approach and mindset that we need in these matches (against Singapore). We all want to make the country proud and show that we deserve to be in the Asian Cup.”
🗣️ @GurpreetGK: “The CAFA Nations Cup campaign reinstated… pic.twitter.com/ENDT7Qat2k
— Indian Football (@IndianFootball) October 3, 2025
Indian Football Team prepare for crucial AFC Asian Cup 2027 qualifiers against Singapore 2025