জোরকদমে অনুশীলন চালাচ্ছে সুনীল-ব্রিগেড, কী বললেন ছাংতে?

Lallianzuala Chhangte

কিছুদিন পরেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্স (Indian Football Team)। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী কুয়েত। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে তাদের পরাজিত করেই চূড়ান্ত সাফল্য পেয়েছিল ভারতীয় ফুটবল দল। এবার ফের তাদের বিপক্ষে লড়াই।

ম্যাচটা যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে। কিন্তু তবুও নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে প্রস্তুত ভারত। দিন কয়েক আগেই ভুবনেশ্বর থেকে প্রস্তুতি শিবির শেষ করে কলকাতায় এসেছে গোটা দল। এখানকার আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে নামবে স্টিমাচের ছেলেরা‌।

   

সেইমতো রাজারহাটের সেন্টার অব এক্সিলেন্সে অনুশীলন শুরু করেছে ব্লু-টাইগার্স। যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ফুটবল ম্যাচ। কিন্তু সেখানেই শেষ নয়, ভারতীয় দলের জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন অধিনায়ক সুনীল ছেত্রী। তাই এই ম্যাচে জয় পেয়েই মাঠ ছাড়া লক্ষ্য সকলের। পাশাপাশি ছেত্রীর সমর্থনে গলা ফাঁটাতে তৈরি বাংলার ফুটবল প্রেমীরা। পাশাপাশি তাকে সম্মান জানিয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের পাশাপাশি আমজনতার। অর্থাৎ ম্যাচের দিন এক অন্যরকম রূপ পেতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন।

তার আগে সুনীল ছেত্রী প্রসঙ্গে মুখ খুললেন তারকা ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতে। তিনি বলেন, এটি সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচ। পাশাপাশি এটা আমাদের সকলের লড়াই। তবে আমি আশা করি এবং বিশ্বাস করি সুনীল ছেত্রী পরবর্তীতে আমাদের সঙ্গে দলে না থাকলেও সর্বদা আমরা একসঙ্গে কাজ করে যাবো। পাশাপাশি ভরা স্টেডিয়ামে জয় ছিনিয়ে নেওয়ার কথাও শোনা যায় তার থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন