এশিয়া কাপ জল্পনার মধ্যেই ফের একই গ্রুপে ভারত-পাক

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে মুখোমুখি হওয়া থেকে এড়িয়ে চলেছে ভারত (Indian Football Team) ও পাকিস্তান (Pakistan)। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা নিরপেক্ষ ভেন্যু সব জায়গাতেই…

Indian Football Team is placed in Group B of SAFF U-17 Championship 2025 with Pakistan

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে মুখোমুখি হওয়া থেকে এড়িয়ে চলেছে ভারত (Indian Football Team) ও পাকিস্তান (Pakistan)। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা নিরপেক্ষ ভেন্যু সব জায়গাতেই চলেছে গড়িমসি। তবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে (SAFF U-17 Championship 2025) ভাগ্য যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একত্র করতেই মরিয়া। আসন্ন সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ড্রয়ে ফের একই গ্রুপে পড়ল ভারত-পাক। স্বাভাবিকভাবেই বাড়ছে উত্তেজনা।

আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। রবিবার ঢাকায় সাফের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র।

   

গ্রুপ বিভাজনে উত্তেজনার ঝলক

ড্রয়ের সময় ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে চারটি পট তৈরি করা হয়। স্বাগতিক শ্রীলঙ্কা ও শিরোপাধারী ভারত ছিল প্রথম পটে। ড্র অনুযায়ী শ্রীলঙ্কা পড়েছে ‘এ’ গ্রুপে, আর ভারত ‘বি’ গ্রুপে।

দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। ড্র করেন বাংলাদেশ নারী দলের সাবেক কোচ পিটার বাটলার ও নেপাল নারী দলের কোচ। পিটার বাটলার প্রথমে বাংলাদেশকে তোলেন, ফলে তারা পড়ে ‘এ’ গ্রুপে। এরপর পাকিস্তান চলে যায় ‘বি’ গ্রুপে—ভারতের সঙ্গেই।

তৃতীয় পটে ছিল নেপাল ও ভুটান। ড্রয়ে নেপাল ‘এ’ ও ভুটান ‘বি’ গ্রুপে পড়ে। শেষ পটে একমাত্র মালদ্বীপ ছিল। সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের ম্যাচ কমিশনার আসিফ আনসারী ‘বি’ গ্রুপের চিঠি তোলায় মালদ্বীপও চলে যায় ভারত-পাকিস্তান ও ভুটানের সঙ্গে।

গ্রুপ বিন্যাস

গ্রুপ এ: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল
গ্রুপ বি: ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ

Advertisements

গ্রুপ ‘এ’তে তিনটি দল থাকায় প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। অপরদিকে, গ্রুপ ‘বি’-তে চারটি দল থাকায় সেখানে হবে ছয়টি ম্যাচ। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।

ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি আকর্ষণ

ভারত-পাকি ম্যাচ মানেই উত্তেজনা, গ্যালারিভর্তি দর্শক, আর বাড়তি নিরাপত্তা। সিনিয়র দলের মতো জুনিয়র পর্যায়েও এই দ্বৈরথের আবেদন অক্ষুণ্ণ। এমনকি অনূর্ধ্ব-১৭ স্তরেও ম্যাচটির গুরুত্ব কম নয়। যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে এই দুই দল এখন আর দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না, তাই সাফ টুর্নামেন্টের এই ম্যাচ হয়ে উঠবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ফুটবলপ্রেমীদের চোখ থাকবে এই ম্যাচে, যেখানে মাঠের লড়াই ছাপিয়ে যাবে ভৌগলিক সীমারেখা।

বাংলাদেশের প্রস্তুতি শুরু হচ্ছে দ্রুত

বাংলাদেশ এবার পড়েছে তুলনামূলকভাবে সহজ গ্রুপে। শ্রীলঙ্কা ও নেপাল প্রতিপক্ষ হলেও কাগজে-কলমে বাংলাদেশকেই গ্রুপ ‘এ’র ফেভারিট ধরা হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, খুব দ্রুতই জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্প শুরু হবে। সম্ভাব্য দল বাছাই করে প্রস্তুতি নেওয়া হবে প্রতিপক্ষদের কৌশলের ভিত্তিতে।

বাংলাদেশের লক্ষ্য এবার অন্তত ফাইনাল খেলা। গেল কয়েক বছরে জুনিয়র পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো খেলছে লাল-সবুজরা। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসও বেশ।

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার ফুটবলে একধরনের ভবিষ্যতের প্রতিচ্ছবি। এখান থেকেই উঠে আসে আগামী দিনের তারকারা। এবারের ড্রয়ে ভারত-পাকিস্তান এক গ্রুপে পড়ায় আলোচনার ঝড় উঠেছে আগেভাগেই। রাজনৈতিক বৈরিতা, ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলীয় উত্তেজনার মিশেলে টুর্নামেন্টের আকর্ষণ বেড়েছে কয়েকগুণ। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে কে কাকে হারিয়ে এগিয়ে যায় চূড়ান্ত পর্বের দিকে।

Indian Football Team is placed in Group B of SAFF U-17 Championship 2025 with Pakistan