কাফা নেশনস কাপ ২০২৫ (CAFA Nations Cup 2025 ) আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে গোলশূন্য ড্র করল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। এই ফলাফলের ফলে খালিদ জামিলের দল এখন তাকিয়ে ইরান ও তাজিকিস্তানের ম্যাচের দিকে। ওই ম্যাচের ফলেই নির্ধারিত হবে ভারতের প্লে-অফে যাওয়ার ভাগ্য। সন্দেশ ঝিঙ্গানের মতো অভিজ্ঞ ডিফেন্ডারের চোট আগে থেকেই ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছিল। সেই শূন্যতা হয়তো সামাল দেওয়া গেল না পুরোপুরি।
ইংল্যান্ডে ধর্ষ*ণের অভিযোগে গ্রেফতার, তদন্তে নির্দোষ প্রমাণিত পাক ক্রিকেটার
গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও ফলাফল ভারতের পক্ষে সুবিধাজনক ছিল না। কিন্তু মাঠে সেই মরিয়া ভাবটা খুব একটা চোখে পড়ল না ব্লু টাইগার্সদের। আফগানিস্তানও নিজেদের রক্ষণ মজবুত করে খেলতে নামে। দুই দলই প্রথমার্ধে কিছু সুযোগ তৈরি করলেও, গোলের মুখ খুলতে পারেনি কেউই।
৮ মিনিটে ইরফানের আগ্রাসী দৌড়ের মাধ্যমে প্রথম আশার আলো দেখেছিল ভারত। ফ্রিকিক আদায় করেছিলেন তিনি, পরবর্তীতে একটি কর্নারও অর্জন করেছিল ভারতীয় দল। কিন্তু সবটাই নিষ্ফল। ২৩ মিনিটে আফগানিস্তান পাল্টা আক্রমণে উঠে এসে ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল। আলি রেজার দূরপাল্লার শটটিকে কোনওরকমে বাঁচান গুরপ্রীত সিং সান্ধু। ভারতও ৩৩ এবং ৪৩ মিনিটে দু’টি সুযোগ পেলেও, গোলমুখে সঠিক সিদ্ধান্তের অভাবে সেগুলি নষ্ট হয়।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ছবিটা ছিল একই। ৫২ মিনিটে একটি সেট পিস থেকে সুযোগ তৈরি হলেও ভারতীয় স্ট্রাইকারদের গোলপোস্ট লক্ষ্য করে শট নেওয়ার অভাবে সেই চেষ্টাও বিফলে যায়। আফগান রক্ষণ যেন চীনের প্রাচীর হয়ে উঠেছিল। বল দখলে এগিয়ে থেকেও ভারত গোলের রাস্তাই খুঁজে পেল না।
২২ গজে হলুদ জার্সিতে শেষ হল মাহি ম্যাজিক? ফাঁস হল গোপন রিপোর্ট!
ম্যাচে ভারত আক্রমণাত্মক মেজাজে খেললেও, কার্যকরী ফিনিশিংয়ের অভাবে গোলের খাতাই খুলতে পারেনি। একাধিকবার আশিক কুরুনিয়ন ও লালরিনজুয়াল চাংতে ডান-বাম দিক থেকে ক্রস তুলেছেন, কিন্তু ফিনিশিংয়ের অভাবে সবকিছুই ব্যর্থ। সুনীল ছেত্রী না থাকায় দলের আক্রমণে সেই ধারটা স্পষ্টভাবে অনুপস্থিত।
এদিন ড্রয়ের ফলে ভারতের লিগ টেবিলের পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। গ্রুপ বি-তে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে ইরান, যারা ইতিমধ্যেই দুই ম্যাচে জয় পেয়েছে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তাজিকিস্তান। বৃহস্পতিবার ইরান ও তাজিকিস্তানের ম্যাচে যদি তাজিকরা হারে, তাহলে ভারত প্লে-অফে যাবে দ্বিতীয় সেরা দল হিসেবে। কিন্তু তাজিকিস্তান যদি ড্র করে বা জিতে যায়, তাহলে গোল পার্থক্য ও হেড-টু-হেড ফলাফলের হিসেব দেখা হবে। সে ক্ষেত্রে ভারতের জন্য সমীকরণ কঠিন হয়ে যেতে পারে।
No goals in our last group stage game.
Now, we await the result of 🇹🇯🆚🇮🇷 tonight to know our fate in the #CAFANationsCup2025 ⏳
#AFGIND #BlueTigers #IndianFootball ⚽️ pic.twitter.com/479qj9j8tI— Indian Football Team (@IndianFootball) September 4, 2025
Indian Football Team goalless draw against Afghanistan in CAFA Nations Cup 2025