ভারতীয় ফুটবল আবারও দিশাহীনতার মুখে। একদিকে ফেডারেশন (AIFF) ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) মধ্যে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) নবীকরণ না হওয়ায় আইএসএল (ISL) নিয়ে জট অব্যাহত । অন্যদিকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েই উঠছে নানা প্রশ্ন। এই পরিস্থিতিতে ফেডারেশনের বিরুদ্ধে ফের সরব হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক (Former Indian Football Team Captain) বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিল্লিতে আয়োজিত হয় ফেডারেশন ও আইএসএল ফ্র্যাঞ্চাইজিদের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে-সহ সমস্ত পক্ষের প্রতিনিধিরা। যদিও মাস্টার রাইটস চুক্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বৈঠকের পর কল্যাণ চৌবে জানিয়েছেন, “শীর্ষ স্তরের লিগ অবশ্যই হবে। নাম যাই হোক না কেন, ফুটবল বন্ধ হবে না। সুপার কাপ সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে।” এই পরিস্থিতিকে ‘পরিকল্পনাহীনতা’র ফলাফল বলে কটাক্ষ করেছেন বাইচুং ভুটিয়া।
ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া সাফ জানিয়ে দিয়েছেন, আইএসএল দেশের ফুটবলকে কাঙ্ক্ষিত উন্নতির পথ দেখাতে পারেনি। তিনি যোগ করেন, “এই লিগ শুরু হওয়ার পর দেশের ফুটবল এক ধাপও এগোয়নি। বরং পিছিয়ে পড়েছে। ফিফা র্যাঙ্কিংই সেই বাস্তবতা স্পষ্ট করে দিচ্ছে। এক কথায়, আইএসএল ব্যর্থ।”
তিনি আরও বলেন, “আমি যখন খেলতাম, তখনও আমরা এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম। এখন আমরা যোগ্যতা অর্জনের জন্য লড়াই করছি। তাহলে প্রশ্ন উঠবেই দেশের সর্বোচ্চ লিগ আদৌ মানসম্পন্ন কি না।”
শুধু আইএসএল নয়, এআইএফএফের বর্তমান কমিটিকেও কাঠগড়ায় তুলেছেন বাইচুং। তিনি বলেন, “দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনাই নেই বর্তমান প্রশাসনের। আমরা সকলেই জানতাম ২০২৫ সালের ডিসেম্বরেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হবে। তাহলে এতদিন কেন কোনও প্রস্তুতি নেওয়া হয়নি?”
তিনি মনে করিয়ে দেন, ২০২০ সালে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের পরই যদি সংবিধান ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হত, তাহলে আজ এই সঙ্কট তৈরি হত না। তাঁর মতে, সেই সময়ের অবহেলার খেসারতই আজ দিতে হচ্ছে ভারতীয় ফুটবলকে। কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে যদিও আশ্বাস দেওয়া হয়েছে, শীর্ষস্তরের ফুটবল লিগ হবে।
Indian Football Team Former Captain Bhaichung Bhutia react on AIFF & ISL