ভারতীয় ফুটবলের (Indian Football) সবচেয়ে বড় টুর্নামেন্ট (ISL) আপাতত স্থগিতল। ইতিমধ্যে এই সিদ্ধান্তে ফুটবল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। উদ্বিগ্ন ফুটবলার, ক্লাব ও ভক্তরা। কারণ হিসেবে তুলে ধরা হয়েছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) সঙ্গে এফএসডিএলের (FSDL) মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) নবীকরণ নিয়ে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ফের একবার মুখ খুলেছেন ভারতের (Indian Football Team) প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)।
এফএসডিএল ক্লাবগুলিকে স্পষ্ট জানিয়েছে, নতুন মরসুমে আইএসএলের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে। কারণ ফেডারেশনের সঙ্গে নতুন করে কোনও চুক্তির নিশ্চয়তা নেই। অথচ আগামী মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছেবহু ক্লাব। এমন সময়ে এই সিদ্ধান্তে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা।
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় ফুটবলের অনেক কিছুই নির্ভর করছে দেশের শীর্ষ আদালতের রায়ের উপর। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে, ফেডারেশন যেন এফএসডিএলের সঙ্গে কোনও আলোচনা না করে, যতক্ষণ না সংবিধান ও নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ হয়। এই অবস্থায় প্রশ্ন উঠছে—চুক্তি কে করবে? কবে হবে বৈঠক? নতুন নেতৃত্ব আসবে তো?
পাকিস্তান নয় এবার, ভারতের কাঁটা প্রতিবেশী বাংলাদেশ!
এই পরিস্থিতিতে ফের একবার মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তাঁর স্পষ্ট মত, এই সংকট এড়ানো যেত, যদি আগেই সঠিক পদক্ষেপ নেওয়া হতো। তিনি বলেন, “অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপের পরেই নির্বাচন ও সংবিধান ঘোষণা করা যেত। তাহলে এতদিনে সব স্থিতিশীল হয়ে যেত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন করে নতুন নেতৃত্ব আনা জরুরি।”
তবে এখানেই থেমে থাকেননি বাইচুং। তুলে ধরেছেন ভারতীয় ফুটবলের সার্বিক দুরবস্থার কথাও। তাঁর কথায়, “আইএসএলে আমি খেলিনি। কিন্তু যখন বহু দল নিয়ে লিগ হত, তখন আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। এখন আরও দল খেলছে, অথচ আমরা যোগ্যতা অর্জনের লড়াই চালিয়ে যাচ্ছি।”
ভারতের ফিফা র্যাঙ্কিং নিয়েও হতাশ বাইচুং। তিনি বলেন, “যখন আমি অবসর নিয়েছিলাম, তখন ভারত ১০০-র নীচে ছিল। এখন আমরা ১৩৩। আর এখনও পর্যন্ত সুনীল ছেত্রীর পর যোগ্য বিকল্প উঠে আসেনি। কেন এই অবস্থা? কারণ কাঠামোগত সমস্যা।”
আইএসএলকে কটাক্ষ করতেও ছাড়েননি বাইচুং। তাঁর অভিযোগ, “আইএসএল থেকে কেউ কিছু পায়নি। এফএসডিএল বলছে তারা ক্ষতিতে আছে। ক্লাবগুলো বলছে, আমরা প্রচুর টাকা বিনিয়োগ করেছি। আর ফুটবলপ্রেমীরা বলছে, আমাদের ফুটবলটা হারিয়ে গেল। তাহলে লাভটা কাকে হল?”
তাঁর মতে, “আমাদের ফুটবলের গঠনগত কাঠামোতেই বড়সড় গলদ আছে। এটা বহুদিন ধরেই বলে আসছি। আমি চাই না তাড়াহুড়ো করে ভুল চুক্তি করা হোক। তাতে যদি কয়েক মাস দেরি হয়, সমস্যা নেই। তবে নিশ্চিত হতে হবে—একটা এমন কাঠামো তৈরি হোক, যেটা ভারতীয় ফুটবলের সার্বিক উন্নয়নে সাহায্য করবে।”
বর্তমান পরিস্থিতি দেখে এটা স্পষ্ট, শুধু একটি লিগ নয়, ভারতীয় ফুটবলের গোটা কাঠামোই এখন প্রশ্নের মুখে। প্রশাসনিক জটিলতা, নীতিগত অনিশ্চয়তা এবং সুপ্রিম কোর্টের নজর সব মিলিয়ে এক অদ্ভুত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় ভবিষ্যৎ নির্ভর করছে সঠিক সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর।
Indian Football Team former Captain Bhaichung Bhutia criticize to AIFF due to Postponed ISL