মহামেডানের বিপক্ষেই সবুজ-মেরুন জার্সিতে ‘অভিষেক’ জাতীয় দলের ফুটবলারের?

কলকাতার মাটিতে পা রেখেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অভিষেক টেকচাম সিং (Tekcham Abhishek Singh)। মঙ্গলবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নেমেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)…

Indian Football Team footballer Tekcham Abhishek Singh like to debut for Mohun Bagan SG from Durand Cup 2025

কলকাতার মাটিতে পা রেখেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অভিষেক টেকচাম সিং (Tekcham Abhishek Singh)। মঙ্গলবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নেমেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হয়ে খেলার জল্পনা আরও জোরদার করেছেন ভারতীয় দলের (Indian Football Team) এই প্রতিভাবান ফুল-ব্যাক। ইতিমধ্যেই তাঁর আগমনের ছবি এবং ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) সূচনা হল ২৩ জুলাই । কিন্তু, এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট কী ধরনের দল নামাবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। ক্লাব সূত্রে জানা গিয়েছে, গ্রুপ পর্বে মূলত রিজার্ভ স্কোয়াডকেই খেলানো হতে পারে। তবে যদি তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছয়, তখন সিনিয়র দল নামাতে পারে মেরিনার্স ব্রিগেড। এই অবস্থায় অভিষেকের কলকাতায় উপস্থিতি ডুরান্ড কাপের প্রথম দিকেই তাঁর মাঠে নামার সম্ভাবনা উস্কে দিল।

   

যদিও ডুরান্ডে মোহনবাগানের প্রথম ম্যাচ আগামী ৩১ জুলাই। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। হাতে রয়েছে প্রায় এক সপ্তাহের মতো সময়। আর অভিষেকের সাম্প্রতিক পারফরম্যান্সে তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে কোনও সন্দেহ নেই। ফলে অনেকেই ধরে নিচ্ছেন, অভিষেককে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে সবুজ-মেরুন জার্সিতে। যদিও ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

গত ২১ জুন মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিষেক টেকচাম সিং। তাঁকে দলে টানতে গিয়ে প্রাক্তন ক্লাব পঞ্জাব এফসিকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হয়েছে সবুজ-মেরুন কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, এই অঙ্ক প্রায় ২ কোটি টাকা। অভিষেককে নেওয়ার দৌড়ে ছিল ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার মতো দলও। তবে শেষপর্যন্ত অর্থের কারণেই তাঁরা পিছিয়ে যায়। ইস্টবেঙ্গল অভিষেকের পরিবর্তে জয় গুপ্তাকে দলে নিয়েছে, যদিও তিনিও এবারের ডুরান্ডে খেলতে পারবেন না।

২০২৪-২৫ মরসুমে পঞ্জাব এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত পারফরম্যান্স করেন অভিষেক। ফুল-ব্যাক হিসেবে ২২টি ম্যাচ খেলেছেন তিনি। তৈরি করেছেন ৮টি গোলের সুযোগ। লেফ্ট এবং রাইট উইং থেকেই সমান দক্ষতায় খেলেছেন। এই পারফরম্যান্স নজরে আসে জাতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজের। এরপরই ভারতের জাতীয় দলে ডাক পান অভিষেক। চলতি বছরের মার্চে মালদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। ম্যাচে ভারত ৩-০ ব্যবধানে জেতে এবং অভিষেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতের ক্লিন-শিট ধরে রাখতে। জুন মাসের আন্তর্জাতিক উইন্ডোতেও আরও দুই ম্যাচে ভারতের হয়ে মাঠে নামেন তিনি।

Advertisements

কলকাতায় পা দেওয়ার পর থেকেই বাগান সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। ক্লাবের ‘হার্টথ্রব’কে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা সবুজ-মেরুন শিবির। ডুরান্ড কাপের গ্রুপ পর্বেই অভিষেককে নামানো হবে কিনা, তা নিয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও, তাঁর ফর্ম ও ফিটনেস দেখে অনুমান করা যেতেই পারে। তাই মহামেডান ম্যাচে হয়ত দেখা মিলতে পারে মোহনবাগানের অভিষেকের।

Indian Football Team footballer Tekcham Abhishek Singh like to debut for Mohun Bagan SG from Durand Cup 2025