Sunday, December 7, 2025
HomeSports News৭ বাগান ফুটবলারকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা মার্কুয়েজের

৭ বাগান ফুটবলারকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা মার্কুয়েজের

- Advertisement -

ভারতীয় জাতীয় ফুটবল (Indian Football Team) দলের প্রধান কোচ মানোলো মার্কুয়েজ (Manolo Marquez) বুধবার অর্থাৎ ২৮ মে ঘোষণা করেছেন কলকাতায় (Kolkata) প্রস্তুতি শিবিরে থাকা ২৮ জন ফুটবলারই থাইল্যান্ড (Thailand) সফরে যাচ্ছেন। এই সফরে ভারত মুখোমুখি হবে থাইল্যান্ডের জাতীয় দলের বিপক্ষে। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন, বিকেল ৬টায় (ভারতীয় সময়) থাম্মাসাত স্টেডিয়ামে।

গত ১৯ মে থেকে কলকাতায় অনুশীলন শুরু করেছিল ব্লু টাইগার্স (Blue Tigers)। সেখানে ছয় দিনের কড়া অনুশীলনের মধ্যে ছিল সকালের জিম সেশন ও বিকালের মাঠের অনুশীলন। এই সময়ে দল দুটি প্রস্তুতি ম্যাচও খেলে, যেখানে তারা উভয় ম্যাচেই জয়ী হয়।

   

প্রথম ম্যাচে ২৬ মে, ভারত ২-১ গোলে পরাজিত করে সন্তোষ ট্রফি বিজয়ী বাংলা দলকে। ওই ম্যাচে গোল করেন ব্র্যান্ডন ফার্নান্দেজ এবং আশিক কুরুনিয়ান। এরপর ২৭ মে তারা ৩-০ গোলে হারায় উত্তর ২৪ পরগণাকে। সেই ম্যাচে গোলের তালিকায় নাম লেখান সুনীল ছেত্রী, চিংলেনসানা সিং ও উদান্তা সিং।

থাইল্যান্ড ম্যাচের পর ভারত সরাসরি পাড়ি দেবে হংকং, যেখানে ১০ জুন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এএএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ফাইনাল রাউন্ডের ম্যাচ। ভারতীয় সময় বিকেল ৫:৩০ শুরু হবে সেই গুরুত্বপূর্ণ লড়াই।

এবার দেখে নেওয়া যাক থাইল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের ২৮ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং।

ডিফেন্ডার: নওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং থাংজাম, সন্দেশ ঝিঙ্গান, আশিস রাই, শুভাশীষ বোস, মেহেতাব সিং, টেকচাম অভিষেক সিং।

মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, নওরেম মহেশ সিং, আয়ুষ দেব ছেত্রী, উদান্তা সিং, লালেনগমাওইয়া রালতে (আপুইয়া), লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেজ, নিখিল প্রভু।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালরিনজুয়ালা ছাংতে

এই স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেল রয়েছে। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানও ব্র্যান্ডন ফার্নান্দেজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে রয়েছেন নতুন প্রতিভা যেমন সুহেল ভাট এবং আয়ুষ ছেত্রী। কোচ মার্কুয়েজ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং থাইল্যান্ড ও হংকং ম্যাচে দল ভালো ফল করবে বলে আশাবাদী।

ফুটবলপ্রেমীদের নজর এখন থাকবে ৪ জুনের ম্যাচে, যেখানে ভারতীয় দল কীভাবে নিজেদের গুছিয়ে মাঠে নামে এবং প্রস্তুতির ফসল কতটা ঘরে তোলে, সেটাই দেখার। এছাড়াও, হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপের কোয়ালিফায়ারস ম্যাচে জয় পাওয়া ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular