HomeSports Newsপাকিস্তান নয় এবার, ভারতের কাঁটা প্রতিবেশী বাংলাদেশ!

পাকিস্তান নয় এবার, ভারতের কাঁটা প্রতিবেশী বাংলাদেশ!

- Advertisement -

প্রথমবারের মতো এএফসি মহিলা এশিয়ান কাপে (AFC Womens Asian Cup 2026) জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে ভারত ফুটবল দল (Indian Football Team) এবং বাংলাদেশের (Bangladesh) মেয়েরা। থাইল্যান্ডে অনুষ্ঠিত যোগ্যতা অজর্ন পর্বের শেষ ম্যাচে সঙ্গীতা বাসফোরের জোড়া গোলে স্বাগতিক দল থাইকে হারিয়ে অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করে সাবিনা-কৃষ্ণারা।

অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে নাটকীয় পরিস্থিতিতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ইরান। জর্ডানের সমান ৯ পয়েন্ট অর্জন করলেও মুখোমুখি লড়াইয়ে জয়ের সুবাদে এগিয়ে থেকে জায়গা নিশ্চিত করে মধ্যপ্রাচ্যের এই দলট। জর্ডানকে ২-১ গোলে হারানোই তাদের টিকিট নিশ্চিত করার মূল চাবিকাঠি হয়। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো এশিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টে খেলবে ইরানের মহিলা ফুটবল দল।

   

ইরানের কোচ মারিজিয়েহ জাফরি এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের মেয়েরা শুধুমাত্র মাঠে নয়, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে এই সাফল্য অর্জন করেছে। লজিস্টিক্যাল সীমাবদ্ধতা ও মানসিক চাপ সত্ত্বেও তারা নিজেদের সেরাটা দিয়েছে।”

এই টুর্নামেন্টে বাছাই ছাড়াই সরাসরি জায়গা পেয়েছে চারটি দল আয়োজক অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। শক্তিশালী এই চার দলের সঙ্গে বাছাই থেকে জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ, ইরান, তাইওয়ান, ভিয়েতনাম, উজবেকিস্তান, ফিলিপাইন্স এবং উত্তর কোরিয়া।

আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ড্র। ড্র-য়ে ভারত ও বাংলাদেশের সঙ্গে একই পটে থাকছে ইরান। এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুবিধা হতে পারে, কারণ একই পটে থাকা দলগুলো সাধারণত গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয় না। তাতে কিছুটা হলেও গ্রুপ পর্বে তুলনামূলক সুবিধাজনক প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা থাকে।

বাংলাদেশ দলের এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, উন্নত প্রশিক্ষণ ও কৌশলগত পরিকল্পনা। নারী ফুটবলে ধারাবাহিক সাফল্য এবং বয়সভিত্তিক প্রতিযোগিতায় অর্জন এই জায়গায় পৌঁছাতে বড় ভূমিকা রেখেছে। এবার এশিয়ান কাপে খেলতে যাওয়ার অর্থ শুধুমাত্র একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া নয়, বরং এটা বাংলাদেশের নারীদের জন্য একটি স্বপ্নপূরণের গল্প।

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিতব্য এই প্রতিযোগিতা শুধুমাত্র এক ক্রীড়া আয়োজন নয়, বরং নারী ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশের জন্য। এখন অপেক্ষা ২৯ জুলাইয়ের ড্রয়ের, যেখানে জানা যাবে ভারত এবং বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে এই আসরে।

Indian Football Team & Bangladesh is in same pot of AFC Womens Asian Cup 2026 Group Draw

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular