শোকের ছায়া ময়দানে, প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

indian-football-striker-sadatullah-khan-passes-away

বছর শুরুতেই ভারতীয় ফুটবল (Indian Football) জগতে একটি শূন্যতা তৈরি হল।গত মঙ্গলবার (৬ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের কিংবদন্তি স্ট্রাইকার সাদাতউল্লাহ খান (Sadatullah Khan)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গিয়েছে, মৃত্যুর আগে কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং অবশেষে বেঙ্গালুরুতে মারা যান। ভরতীয় ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধ, আগুনে ঘি ঢেলে ‘বিরাট’ মন্তব্য পাক পেসারের

   

সাদাতউল্লাহ খান ভারতীয় ফুটবলে একজন প্রতিভাবান স্ট্রাইকার হিসেবে সুপরিচিত। বিশেষ করে তার ড্রিবলিং ক্ষমতা বিপক্ষের ডিফেন্সকে চুরমার করার মতো ছিল। প্রতিযোগিতার সময় তিনি হাফ-টার্নের সুযোগকে দক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে গোল করতেন, দর্শক এবং ফুটবলপ্রেমীদের মন মাতিয়ে রাখত।

জাতীয় ফুটবলে অভিষেক

মুস্তাফিজুর বিতর্কে উত্তাল বিশ্বকাপ, ভারতে আসবে বাংলাদেশ? কি বলছে ICC

১৯৬৮ সালে মেরেডেকা কাপে ভারতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক ঘটে সাদাতউল্লাহর। ১১ আগস্ট মালয়েশিয়ার বিরুদ্ধে জাতীয় দলে তার ডেবিউ ম্যাচটি হয়। দেশের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন তিনটি গোল। এর মধ্যে দুটো গোল আসে দক্ষিণ ভিয়েতনামের বিরুদ্ধে এবং একটি গোল বর্মার বিরুদ্ধে।

Sadatullah Khan

ঘরোয়া ফুটবলে সাফল্য

সাদাতউল্লাহর ঘরোয়া ফুটবল জীবনও সমান উজ্জ্বল। ১৯৬৫ এবং ১৯৬৬ সালে মহীশূরের হয়ে সন্তোষ ট্রফি খেলেন। ক্লাব ফুটবলে তার প্রতিভা ছিল চোখে পড়ার মতো। ১৯৬৭ সালে মহমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কলকাতা ফুটবল লিগের খেতাব জয়। ১৯৭০ সালে একই ক্লাবের হয়ে স্ট্যাফোর্ড কাপ ও বরদলুই ট্রফি জয়। ১৯৭০ সালে ইস্টবেঙ্গল এফসির হয়ে রোভার্স কাপ জয়। ১৯৭১ সালে বেঙ্গালুরুর ফুটবল ক্লাব আইটিআইতে যোগ দেন।

বিশ্বকাপের আগে ধাক্কা ভারতের, বদলির তালিকায় এই তিন ক্রিকেটার

ভারতীয় ফুটবলে সাদাতউল্লাহর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে কেবল তার পরিবার নয়, পুরো ভারতীয় ফুটবল পরিবার শোকাহত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ইতিমধ্যেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা জারি করেছে। সাদাতউল্লাহ খানের খেলোয়াড়ি জীবন ও প্রতিভা প্রমাণ করে যে তিনি শুধু গোলদাতা নয়, বরং ভারতীয় ফুটবল ইতিহাসের এক অমর নায়ক। তার বিদায় শুধু এক কিংবদন্তির নয়, বরং ভারতীয় ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্তি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন