HomeSports Newsপহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ ভরতীয় ফুটবল মহলের

পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ ভরতীয় ফুটবল মহলের

- Advertisement -

পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নির্মম জঙ্গি হামলায় (Pahalgam Terrorist Attack) যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে সর্ব ভারতীয় ফুটবল (Indian Football) সংস্থা (AIFF)।

ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে এক বিবৃতিতে বলেন, “পুরো ভারতীয় ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা পহেলগাঁও-এ ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসবাদী হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি। এই দুর্ভাগ্যজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।”

   

তিনি আরও বলেন, “এই নির্মম ও অমানবিক হামলা বহু নিরীহ প্রাণ কেড়ে নিয়েছে এবং অসংখ্য পরিবারকে দুঃখে ভেঙে দিয়েছে। এই হৃদয়বিদারক সময়ে আমাদের প্রার্থনা ও সহানুভূতি তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে।”

ফুটবল সর্বদাই একতার প্রতীক, যা মানুষকে অনুপ্রাণিত করে এবং সমাজে সহমর্মিতা ও ঐক্য সৃষ্টি করে। আজ এই দুঃখজনক মুহূর্তে আমরা আশা করি, ঘৃণা ও হিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ মনোভাবই জয়ী হবে।

এই শোকের প্রকাশ হিসেবে, ২০২৫ সালের কলিঙ্গ সুপার কাপের রাউন্ড অফ ১৬-এ বেঙ্গালুরু এফসি এবং ইন্টার কাশীর মধ্যে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় কলিঙ্গ স্টেডিয়ামে, ভুবনেশ্বরে। উভয় দলের খেলোয়াড়েরা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই ঘটনার বিরুদ্ধে ফুটবল বিশ্ব একত্রিত হয়েছে মানবিকতার পক্ষে এবং একসঙ্গে প্রার্থনা করছে এক শান্তিপূর্ণ ও সহনশীল সমাজের জন্য।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular