
আগের বছরটা আশানুরূপ থাকেনি কেরালা ব্লাস্টার্সের। সেবার টুর্নামেন্ট শুরু করবার পূর্বে ভারতীয় ফুটবলারদের (Indian Football) পাশাপাশি একের পর এক তারকা বিদেশিদের দলের সঙ্গে যুক্ত করেছিল ম্যানেজমেন্ট। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। অনেকেই মনে করেছিল এবার হয়তো সর্বভারতীয় খেতাব জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠবে দক্ষিণের এই ফুটবল দল। কিন্তু সেটা সম্ভব হয়নি।
“ভাগ্যে যা লেখা আছে…!” বিশ্বকাপের আগে মনের কথা জানালেন শুভমন
সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের তত্বাবধানে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম মেসেজ জয় পাওয়ার লক্ষ্য থাকলেও আটকে যেতে হয়েছিল প্রথম ম্যাচেই। তারপর দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিলেও পরের ম্যাচগুলিতে আর সেভাবে সুবিধা করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। যারফলে লিগ টেবিলের অনেকটাই নিচে চলে আসতে হয়েছিল দক্ষিণের এই দলকে।
প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও দেখা গিয়েছিল প্রায় একই ছবি। এই পরিস্থিতিতে কোচ বদলের সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। ছাঁটাই করা হয়েছিল মিকেল স্ট্যাহরে সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় ডেভিড কাতলার হাতে। পরবর্তীতে সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেখানে ও মিলেছিল হতাশা। তবে সেই ধাক্কা কাটিয়ে এবারের সুপার কাপে যথেষ্ট ছন্দে ধরা দিয়েছিল কেরালা। কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে আত্মঘাতী গোলে হেরে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা।
আইএসএলে অংশগ্রহণ করবে? সোমবার পর্যন্ত সময় চাইল এই ক্লাব
এবারের এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের হতাশা ভুলে আগামী মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান সুপার লিগে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর কেরালা ব্লাস্টার্স। তবে এই নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে যে এবার কেরালা ব্লাস্টার্স ছেড়ে বিদেশের ক্লাবে যোগ দিতে পারেন স্প্যানিশ তারকা ফরোয়ার্ড কোল্ডো ওবিটা। হিসাব অনুযায়ী এই বছরের মে মাস পর্যন্ত যে ছেলে প্রথম ডিভিশন ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে বছর বত্রিশের এই ফুটবলারের। তবে গত কয়েক সপ্তাহে আইএসএলের অনিশ্চয়তার দিকে নজর রেখেই লোন চুক্তিতে দল ছেড়ে অন্যত্র যোগ দিয়েছেন আদ্রিয়ান লুনা। এছাড়াও দল ছেড়েছেন নোয়া সাদাউ।
“ভারত থেকে ম্যাচ…” বাংলাদেশকে বিরাট বার্তা ICC কর্তার!
স্বাভাবিকভাবেই তিনি দল ছাড়লে খুব একটা অবাক হবার কিছু থাকবেনা কারুর কাছে। শোনা যাচ্ছে তাঁকে নিতে নাকি আগ্রহী ইন্দোনেশিয়ার ফুটবল দল সেমেন পাডাং ফুটবল ক্লাব। তবে শেষ মুহূর্তে তিনি ভারতের অন্য কোনও ফুটবল ক্লাবে যোগদান করলে সেটা নিঃসন্দেহে চমক হবে সকলের কাছে।










