Indian Football : শিলিগুড়িতে পারদ চড়ছে, জাতীয় মঞ্চে আশা জাগাচ্ছে বাংলা

Indian Football : এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) ২০২১-২২। প্রতিযোগিতায় রয়েছে শিলিগুড়ির ক্লাব এসএসবি (SSB)। খেতাব জয়ের অন্যতম দাবিদার…

Indian Football : শিলিগুড়িতে পারদ চড়ছে, জাতীয় মঞ্চে আশা জাগাচ্ছে বাংলা

Indian Football : এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) ২০২১-২২। প্রতিযোগিতায় রয়েছে শিলিগুড়ির ক্লাব এসএসবি (SSB)। খেতাব জয়ের অন্যতম দাবিদার পশ্চিমবঙ্গের এই দল।

শিলিগুড়ির ক্লাব এসএসবি এই নিয়ে দ্বিতীয়বার যোগ দিচ্ছে ইন্ডিয়ান উইমেন্স লিগে। মহিলাদের কলকাতা ফুটবল লিগে নিজেদের দাপট তারা বজায় রেখেছে। পরপর তিনটি মরশুমে সেরার শিরোপা পেয়েছে দল। অর্থাৎ লিগ ট্রফি জেতার হ্যাটট্রিক করেছে এসএসবি।

 

Advertisements

১৫ এপ্রিল থেকে শুরু করে উইমেন্স লিগ চলবে ২৬ মে পর্যন্ত। মোট ৪২ দিনের টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১২ টি দল। খেলা হবে তিনটি মাঠে।