Home Sports News আইএসএল শুরুর আগে ‘বিরাট’ সুখবর ভারতীয় ফুটবলে

আইএসএল শুরুর আগে ‘বিরাট’ সুখবর ভারতীয় ফুটবলে

indian-football-isl-short-format-afc-approval-2026

ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ (Indian Football) আইএসএল (ISL) এবার সংক্ষিপ্ত ফরম্যাটে হলেও এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই মরশুমের আইএসএল খেলা হবে ‘সুইস মডেলে’, যেখানে প্রতিটি দল অন্য প্রতিটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে।

Advertisements

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইনভেস্টর জট কাটতেই উচ্ছ্বসিত মহামেডান সমর্থকরা

   

সাধারণভাবে এএফসি শীর্ষ লিগকে অনুমোদন দেয়ার জন্য একটি ন্যূনতম শর্ত থাকে। প্রতিটি দলকে লিগে কমপক্ষে ২৪টি ম্যাচ খেলতে হবে। কিন্তু এবারের আইএসএল সিঙ্গল লেগে অনুষ্ঠিত হওয়ায় এই শর্ত পূরণ করা সম্ভব ছিল না। এই বিশেষ পরিস্থিতি বিবেচনা করে এআইএফএফ আগেই এএফসির কাছে আবেদন করে। ফেডারেশন তাদের চিঠিতে জানিয়েছিল যে, নির্দিষ্ট কারণে এবারের মরশুমে লিগকে সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজন করতে হচ্ছে।

এএফসির স্বীকৃতি ও প্রভাব:

গুরুত্বপূর্ণ হল, বৃহস্পতিবার এএফসি চিঠি দিয়ে জানিয়েছে যে তারা আইএসএলের সংক্ষিপ্ত ফরম্যাটকে এক মরশুমের জন্য অনুমোদন দিয়েছে। এর ফলে এআইএফএফের আবেদন মঞ্জুর হয়েছে এবং দেশের দুইটি ক্লাব আগামী মরশুমে এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। তবে একমাত্র পরিবর্তন হলো, আইএসএল চ্যাম্পিয়ন সরাসরি মূল পর্বে যাবে না। তার পরিবর্তে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে।

বিশ্বকাপে কত নম্বরে খেলবেন? জানালেন নাইটদের পাওয়ার হিটার

এছাড়া, এবারের আইএসএল বিজয়ীর পাশাপাশি সুপার কাপ চ্যাম্পিয়নও এসিএল-টু-এর প্রিলিমিনারি রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে দেশের ক্লাব ফুটবলার ও ম্যানেজাররা নিশ্চিতভাবে মহাদেশীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে পারবে।

লিগের নতুন ফরম্যাট ও সূচি:

বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের! ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার

এই মরশুমে ১৪টি দল অংশ নেবে এবং মোট ৯১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল নিজস্বভাবে হোম এবং অ্যাওয়ে ম্যাচ ঠিক করবে। এআইএফএফের বার্ষিক সাধারণ সভায় এএফসি প্রতিনিধিরা উপস্থিত থেকে সব বিষয় বিবেচনা করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও লিগ সংক্ষিপ্ত হচ্ছে, তবুও প্রতিদ্বন্দ্বিতার মান কমবে না। ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই অংশগ্রহণ ফি জমা দিয়েছে এবং ভেন্যুর নামও প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ফাইনাল ম্যাচ হবে ১৭ মে। এভাবে, একদিকে সংক্ষিপ্ত ফরম্যাটে লিগ আয়োজন হলেও অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে দেশের ফুটবলকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে রাখার নিশ্চয়তা মিলেছে।

Advertisements