আইএসএল হবে এই দিন থেকে! চূড়ান্ত হবে সোমের বৈঠকে?

indian-football-isl-season-2025-decision-likely-after-key-clubs-meeting

২০২৫-২৬ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Football) অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শেষ মুহূর্তের উত্তেজনা এখন ক্লাব, কমিটি ও ফেডারেশন সবদিকেই বিরাজ করছে। সূত্রের খবর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে লিগটি শুরু করতে না পারলে এই মরশুমে আইএসএল আয়োজন সম্ভব হবে না।

চোট কাটিয়ে নিউজিল্যান্ড বিপক্ষে নীল জার্সিতে খেলবেন এই তারকা

   

ফেডারেশনের তিন সদস্যের কমিটি সোমবার সমস্ত ক্লাবের সঙ্গে বৈঠক করবেন। ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে, এই মরশুমে আইএসএল আয়োজন করা সম্ভব কি না। তবে তার আগে শুক্রবার আবারও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা।

ওই আলোচনা মূলত আইএসএলের দীর্ঘমেয়াদি চুক্তি ও খরচ সংক্রান্ত বিষয়গুলো নিয়েই হবে। কমিটি ছোট খরচে লিগ আয়োজনের জন্য রাজ্য সরকারের সহায়তা নেয়ার পরিকল্পনা করছে। সেই অনুযায়ী বড় ম্যাচগুলো প্রধান স্টেডিয়ামে হলেও ছোট ম্যাচগুলো কিশোরভারতী বা কল্যাণীর মাঠে আয়োজন করা যেতে পারে।

ক্লাবগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই মরশুমে খেলার জন্য আগ্রহী, কিন্তু দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে ফেডারেশনের অবস্থান স্পষ্ট না হলে খেলায় নামানো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। কমিটির সদস্যরাও মনে করছেন, একদিনের আলোচনায় চুক্তি চূড়ান্ত করা সম্ভব নয়। তবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে আশা করা হচ্ছে।

ক্লাব এবং কমিটি যদি আলোচনার মাধ্যমে একমত হয়, তাহলে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আইনের সহায়তা নেয়ার কথাও ভাবা হচ্ছে। অন্যথায়, এই মরশুমে আইএসএল আয়োজন হয়তো সম্ভব হবে না।

এমন পরিস্থিতিতে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আইএসএল শুরু করা এই মরশুমের জন্য একমাত্র সম্ভাব্য সময়সীমা হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে কমিটি ও ক্লাবরা দ্রুত আলোচনায় বসছে যাতে খেলোয়াড়রা মাঠে ফিরতে পারে এবং লিগ আয়োজন সম্ভব হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleদিঘাতে পর্যটকদের নিরাপত্তায় চালু নতুন হোয়াটসঅ্যাপ হেল্পলাইন পরিষেবা
Next articleভারতে ৪ গুন বাড়ল রাশিয়ান মদের রফতানি
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।