
দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে কি আজই? ভারতীয় ফুটবলের (Indian Football) শীর্ষস্থানীয় লিগ ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হওয়ার দিনক্ষণ মঙ্গলবারই ঘোষণা হতে পারে বলে জোর চর্চা ফুটবল মহলে। বড় কোনও অঘটন না ঘটলে আজই সূচি প্রকাশ করতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।
আইপিএল থেকে ছাঁটাই মুস্তাফিজুর, ৯.২০ কোটি টাকার ভবিষ্যৎ কী?
সোমবার রাতে এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ আইএসএলে অংশগ্রহণকারী সমস্ত ক্লাবকে জরুরি বৈঠকের জন্য আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে ক্রীড়ামন্ত্রকের উপস্থিতি থাকায় বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে।
এরই মধ্যে সোমবার এআইএফএফের ফিনান্স কমিটি আইএসএল আয়োজনের জন্য প্রায় সাত কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিয়েছে। দীর্ঘদিন ধরে আর্থিক জটিলতা ও পরিচালন সংক্রান্ত সমস্যার কারণে লিগ শুরু নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্ত তাকে অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
ফেডারেশনের কার্যকরী সমিতি আগেই ফেব্রুয়ারির মাঝামাঝি সম্ভবত ১০ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে লিগ শুরুর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেল তিনটে থেকে শুরু হওয়া বৈঠকে আইএসএলের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বৈঠকের পরই আনুষ্ঠানিক ঘোষণা এলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
BCCI সঙ্গে আলোচনা নয়, বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য ঝুলছে শাহ পুত্রের হাতে!
ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, ফিনান্স কমিটির অনুমোদিত এই সাত কোটি টাকা মূলত রেফারি পারিশ্রমিক, সম্প্রচার সংক্রান্ত ব্যয় এবং অন্যান্য প্রশাসনিক খরচ মেটাতে ব্যবহার করা হবে। এর ফলে ক্লাবগুলোর আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি বাজেটের ক্লাবগুলোর কাছে এই সিদ্ধান্ত বড় স্বস্তির খবর।
এর আগে ম্যাচ আয়োজনের খরচ, সম্প্রচার ব্যবস্থাপনা এবং আর্থিক ক্ষতি নিয়ে ক্লাবগুলোর মধ্যে মতভেদ দেখা গিয়েছিল। তবে নতুন বরাদ্দের ফলে সেই জট অনেকটাই খুলেছে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। একইসঙ্গে আইএসএলের ভবিষ্যৎ নিয়েও ফের আশার আলো দেখছেন সবাই।
যদিও এখনও পর্যন্ত ফেডারেশনের তরফে কোনও লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবুও তড়িঘড়ি ক্লাবগুলিকে বৈঠকে ডাকার ঘটনায় সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ফুটবলপ্রেমীদের নজর এখন একটাই প্রশ্নে, আজই কি গড়াবে দেশের টপ-টিয়ার লিগের বল? দীর্ঘ অপেক্ষার পর যদি আইএসএল মাঠে ফেরে, তবে তা ভারতীয় ফুটবলের গতিপথে নতুন গতি আনবে বলেই আশাবাদী ক্লাব ও সমর্থকরা। এখন শুধু সময়ের অপেক্ষা।










