ক্লাব জোটের প্রস্তাব মানল AIFF, এদিন থেকে শুরু হচ্ছে নতুন মরশুম!

indian-football-isl-2026-club-alliance-aiff

ভারতের ফুটবলের (Indian Football) জট কাটতে যাচ্ছে নতুন আইএসএল প্রস্তাবের মাধ্যমে। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ক্লাব জোটের মধ্যে চলা আলোচনার পর দুই পক্ষের ‘বরফ’ গলতে শুরু করেছে। ক্লাব জোটের প্রস্তাব কার্যত মান্যতা পেয়েছে ফেডারেশনের কাছে। এক্ষেত্রে ভারতীয় লিগকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেছে।

বিজয় হাজারে ঝড়ের পর ভারতীয় দলের দায়িত্বে এই তারকা! উচ্ছ্বসিত ভক্তরা

   

ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি এম সত্যনারায়ণ জানান, ক্লাবগুলি ফেডারেশনের প্রস্তাব গ্রহণ করেছে। ইতিবাচক এই মনোভাবের ফলে আইএসএল শুরুর সম্ভাবনা শক্তিশালী হয়েছে। আগামী সোমবার ফের একটি বৈঠক হবে, যেখানে নতুন ফরম্যাট এবং লিগের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

প্রস্তাবিত লিগের কাঠামো

ফেডারেশন এবং ক্লাব জোটের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় নতুন আইএসএল পরিচালিত হবে নির্দিষ্ট কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে। প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৭০ কোটি টাকা, লিগ পরিচালনা, ক্লাব লাইসেন্সিং, সম্প্রচার, বিপণন, ম্যাচ অফিসিয়াল, যুব লিগ, অ্যান্টি-ডোপিং এবং পুরস্কার প্রদানের খরচে ব্যবহার হবে।

প্রতি অংশগ্রহণকারী ক্লাবকে মরশুম শুরুতে ১ কোটি টাকা অংশগ্রহণ ফি দিতে হবে, যা পরে কেন্দ্রীয় রাজস্ব থেকে ফেরত দেওয়া হবে। রাজস্ব বণ্টনের কাঠামো অনুযায়ী, ফেডারেশন পাবে ১০ শতাংশ, ক্লাবগুলি ৫০ শতাংশ এবং বাণিজ্যিক অংশীদার ৩০ শতাংশ। ক্লাবগুলির জন্য একটি ফিক্সড রেভিনিউ শেয়ারও রাখা হয়েছে ১০ শতাংশ।

সেঞ্চুরি করেও অনিশ্চিত ভবিষ্যৎ! এই ক্রিকেটারকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে BCCI

ওপেন মডেল ও অবনমন ব্যবস্থাও নিশ্চিত

নতুন মডেলটি সম্পূর্ণ ওপেন থাকবে, যেখানে উঠানামার ব্যবস্থা থাকবে। দীর্ঘদিন ধরে লিগে বিনিয়োগকারী ক্লাবের স্বার্থ রক্ষা করতে বিশেষ বন্দোবস্ত থাকবে। ৮ বছরের বেশি সময় ধরে অংশগ্রহণকারী ক্লাব সর্বোচ্চ এক শতাংশ নির্দিষ্ট পরিমাণ অর্থ ধরে রাখতে পারবে। অবনমন হওয়া ক্লাবদের জন্য ‘প্যারাসুট পেমেন্ট’-এরও ব্যবস্থা রয়েছে।

ফেডারেশনের যুবলিগের উন্নয়নের জন্য বাজেটের ১৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এতে সব পক্ষ তাদের বিনিয়োগ ফেরত পাবে। লিগের মরশুম শুরু হবে ১ জুন থেকে এবং চলবে পরবর্তী বছরের ৩১ মে পর্যন্ত।

সূর্য নন! বিশ্বকাপের আগে এই ক্রিকেটারকে দায়িত্ব দিয়ে বড় চমক বোর্ডের

সব মিলিয়ে, নতুন আইএসএল কাঠামো ভারতীয় ফুটবলের জট কাটার দিকেই এক ধাপ এগিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর দেশে ফুটবল প্রেমীদের জন্য স্বস্তির খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন