মেসি ভক্তদের জন্য সুখবর, যুবভারতী নয় কলকাতার এই স্টেডিয়ামে আসছেন কিংবদন্তি

২০২৫ সালের ডিসেম্বর মাস হতে চলেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের (Indian Football Fans) জন্য এক ঐতিহাসিক অধ্যায়। বিশ্বফুটবলের জীবন্ত কিংবদন্তি, আর্জেন্টিনার অধিনায়ক ( Argentine Footballer) লিওনেল মেসি…

Argentina football team led by Lionel Messi will visit India

২০২৫ সালের ডিসেম্বর মাস হতে চলেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের (Indian Football Fans) জন্য এক ঐতিহাসিক অধ্যায়। বিশ্বফুটবলের জীবন্ত কিংবদন্তি, আর্জেন্টিনার অধিনায়ক ( Argentine Footballer) লিওনেল মেসি (Lionel Messi) ভারতের তিনটি প্রধান শহর কলকাতা (Kolkata), দিল্লি (Delhi) ও মুম্বাই (Mumbai) সফরে আসছেন ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। কেরালায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেওয়ার পরই শুরু হবে এই সফর।

কলকাতায় শুরু হবে সফরের সূচনা

   

মেসির ভারত সফরের প্রথম গন্তব্য হবে কলকাতা। ফুটবল পাগল এই শহর মেসির সঙ্গে বহু স্মৃতিতে জড়িয়ে রয়েছে। ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলেন মেসি, আর এবার ১৪ বছর পর আবার এই শহরে পা রাখছেন তিনি।

জানা গিয়েছে, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে মেসিকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু সংবর্ধনাতেই সীমাবদ্ধ নয়, ইডেনেই অনুষ্ঠিত হবে একটি বিশেষ সেভেন-এ-সাইড টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে “GOAT Cup”— ফুটবলের ‘Greatest of All Time’ মেসিকে সম্মান জানিয়েই এই নামকরণ।

এছাড়াও, কলকাতায় মেসি শিশু ও কিশোর ফুটবলপ্রেমীদের জন্য একটি ফুটবল ওয়ার্কশপ ও ‘ফুটবল ক্লিনিক’ চালু করবেন। যার উদ্দেশ্য, শহরের ও রাজ্যের তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ ও অনুপ্রেরণা জোগানো।

দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভাবনা

কলকাতার পর মেসি সফর করবেন ভারতের রাজধানী নয়া দিল্লিতে। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম অথবা ফিরোজ শাহ কোটলা ময়দানে তার সম্মানে একটি অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

দিল্লিতেও থাকছে ফুটবল-ভিত্তিক কর্মসূচি—যুবদের জন্য হবে একটি ওয়ার্কশপ, যেখানে দেশের উদীয়মান খেলোয়াড়রা সরাসরি মেসির দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পাবে।

Advertisements

মুম্বাইয়ে ক্রিকেট-ফুটবলের মিলন

সফরের শেষ পর্ব মুম্বাইয়ে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মেসি, যেখানে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর। এই মুহূর্তটি ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এক অনন্য সংযোগের প্রতীক হয়ে উঠবে— দুই খেলার দুই কিংবদন্তির মুখোমুখি সাক্ষাৎ।

মুম্বাইয়েও শিশু ও তরুণদের জন্য থাকবে ফুটবল-ওয়ার্কশপ ও বিভিন্ন গ্রাসরুট কর্মসূচি, যার মাধ্যমে মেসি ফুটবলকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সাহায্য করবেন।

কেরালায় আর্জেন্টিনার ম্যাচ

এই সফরের আগে অক্টোবর মাসেই আরও এক বড় সুখবর অপেক্ষা করছে ভারতীয় দর্শকদের জন্য। কেরালায় অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, যেখানে আর্জেন্টিনা দল খেলবে এবং দলের নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি। যদিও এখনও প্রতিপক্ষ দল ও নির্দিষ্ট ভেন্যু ঘোষণা হয়নি, তবুও এটি হতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা—বিশ্বচ্যাম্পিয়নদের সরাসরি খেলা দেখার বিরল সুযোগ।

লিওনেল মেসির এই সফর শুধু একজন কিংবদন্তি খেলোয়াড়ের ভারত ভ্রমণ নয়, বরং এটি ভারতীয় ফুটবলের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। শিশু-কিশোরদের মধ্যে ফুটবলের আগ্রহ বৃদ্ধি, আন্তর্জাতিক দৃষ্টিতে ভারতের গুরুত্ব, এবং খেলাধুলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার এক অপূর্ব সুযোগ নিয়ে আসছে মেসির এই সফর।

কলকাতা, দিল্লি ও মুম্বাই শহরজুড়ে ডিসেম্বর মাসে ফুটবলের উৎসব যে নিশ্চিত, তাতে কোনও সন্দেহ নেই। আর মেসি নিজে যখন ভারতের মাটিতে, তখন উৎসাহ হবে বহুগুণ।