সুনীল প্রসঙ্গে কী বললেন ইগর স্টিমাচ? জানুন

আগামী ৬ জুন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিপক্ষে খেলতে নামছে ব্লু টাইগার্স। যেখানে ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী…

Igor Stimac Comments on Sunil Chhetri's Retirement

আগামী ৬ জুন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিপক্ষে খেলতে নামছে ব্লু টাইগার্স। যেখানে ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষদের।

বলতে গেলে এখন থেকেই এই ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে খোঁজ খবর রাখতে শুরু করে দিয়েছে সকলে। আসলে শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে সুনীলকে চোখের সামনে দেখতে মরিয়া সকলেই। তাছাড়া ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে নিজেদের টিকিয়ে রাখার ক্ষেত্রে ও যথেষ্ট গুরুত্ব পেতে চলেছে এই ফুটবল ম্যাচ।

   

তাই জয় ছাড়া এখন কিছুই ভাবছেন না দলের ফুটবলাররা। সেইমতো জোরকদমে অনুশীলন চালাচ্ছে গোটা দল। এসবের মাঝেই সুনীল ছেত্রীর অবসর সংক্রান্ত বিষয় নিয়ে মুখ খোলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। একটি মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, উনি ভালো মতোই জানেন কখন ঠিক কী করা দরকার। আমি শুধু চাইব আগামী ৬ই জুন ওনার পাশাপাশি দেশের সকল ফুটবলপ্রেমীদের জন্য দিনটি স্মরণীয় করে রাখা। উনি খেলতে খেলতেই কিংবদন্তী হয়ে উঠেছেন। উনি আমাদের সকলের কাছেই প্রবল অনুপ্রেরণার। দেশের জার্সিতে সব সময় নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেন। যা সহজেই মন জয় কড়েছে সকলের।

পাশাপাশি তিনি বলেন, ফুটবলের পর সুনীল ছেত্রী নিজের জীবনে যেমনই সিদ্ধান্ত নিকনা কেন, তা সমাজের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় দলের কোচের এই মন্তব্য যথেষ্ট প্রভাব ফেলেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে।