Indian Football : ভারতের এই ফুটবল ক্লাবগুলোর সঙ্গে যুক্ত হয়েছিল ইউরোপের নামী দল

ভারতীয় ফুটবলের (Indian Football) সঙ্গে ইউরোপীয় ফুটবলের মেল বন্ধন নতুন কিছু নয়। সম্প্রতি বিদেশি ক্লাবের ব্যাপারে আলোচনা বেশি হলেও অতীত কলকাতার ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল…

ভারতীয় ফুটবলের (Indian Football) সঙ্গে ইউরোপীয় ফুটবলের মেল বন্ধন নতুন কিছু নয়। সম্প্রতি বিদেশি ক্লাবের ব্যাপারে আলোচনা বেশি হলেও অতীত কলকাতার ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল ইউরোপের নামকরা ক্লাব। এছাড়াও ভারতের একাধিক ফুটবল ক্লাব এই তালিকায় থাকবে।

Advertisements

ইস্টবেঙ্গল 

   

২০০৪ সালে লেস্টার সিটির সঙ্গে একটা চুক্তি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের সঙ্গে সম্পন্ন হয়েছিল চুক্তি। যদিও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। প্রিমিয়ার লিগে অবনমন হওয়ার পর দুই পক্ষের বোঝাপড়ার মাধ্যমে সময়ের অনেক আগেই শেষ করা হয়েছিল তিন বছরের সেই চুক্তি।

মুম্বাই সিটি

২০১৯ সালে সিটি ফুটবল গ্রুপের সঙ্গে পথ চলা শুরু হয়েছিল মুম্বাই সিটির। সিটি ফুটবল গ্রুপ অর্থাৎ, ম্যানচেস্টার সিটি, মেলবোর্ন সিটি, নিউইয়র্ক সিটি, ইয়কোহামা ইত্যাদি দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছিল ইন্ডিয়ান সুপার লিগের এই দল।

এটিকে

ভারতীয় ফুটবল মহলে সাড়া ফেলে দিয়েছিল কলকাতার ক্লাব এটিকে। স্পেনের অ্যাথলেটিকো ডি মাদ্রিদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছিল তাদের। ক্লাবের ২৫ শতাংশ শেয়ার নিয়েছিল স্পেনের এই নামজাদা ক্লাব। যদিও দুবার ইন্ডিয়ান সুপার লিগ সেরার খেতাব জয়ের পরেও চুক্তি ভেঙে গিয়েছিল ২০১৬ সালে। 

হায়দরাবাদ এফসি 

বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে হাত মিলিয়েছিল হায়দরাবাদ এফসি। ২০২০ সালে দুই বছরের মেয়াদে সই হয়েছিল। চুক্তি ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

এফসি গোয়া

গোয়ার ক্লাবের সঙ্গে চুক্তি হয়েছিল বুন্দেসলিগার ক্লাব RB Leipzig এর। চুক্তির মেয়াদ তিন বছর। ২০২০ সালে সই হয়েছিল। মূলত উঠতি প্রতিভাদের তুলে নিয়ে আসার ক্ষেত্রে এই প্রয়াস।