স্বল্প সফর, গভীর প্রভাব! মেরিনার্সদের মহাতারকাদের নিয়ে সুপার লিগে সর্বকালের সেরা একাদশ

ভারতীয় ফুটবলের (Indian Football) ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) মাত্র কয়েকটি মরসুমে খেলেই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।…

Indian Football Club Mohun Bagan SG all-time starting XI in ISL

ভারতীয় ফুটবলের (Indian Football) ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) মাত্র কয়েকটি মরসুমে খেলেই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। ২০২০–২১ মরসুমে আইএসএলে অভিষেক হওয়ার পর থেকেই দল প্রতিটি মরশুমেই প্লে-অফে জায়গা করে নিয়েছে এবং দুইবার শিল্ড ও দু’বার কাপ জিতে আইএসএলের অন্যতম সফল ক্লাবে পরিণত হয়েছে। কেবল ট্রফির সংখ্যায় নয়, প্রতিটি বিভাগে সেরা পারফরম্যান্স তুলে ধরেছে সবুজ-মেরুন বাহিনী। দেশি ও বিদেশি তারকার নিখুঁত সমন্বয় এবং প্রতিটি পজিশনে নির্ভরযোগ্য ফুটবলারদের নিয়ে এই দলে তৈরি করা হয়েছে এক নজরকাড়া ‘সর্বকালের সেরা’ একাদশ।

গোলকিপার: বিশাল কাইথ (Vishal Kaith)
তিন মরসুমে ৭৫টি ম্যাচে ৩৫টি ক্লিন শিট এবং দু’বার গোল্ডেন গ্লাভ জিতে দলের সাফল্যের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন বিশাল। গোলের নীচে তাঁর ধারাবাহিকতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মোহনবাগানের রক্ষণভাগে দিয়েছে অগাধ আত্মবিশ্বাস।

   

রাইট ব্যাক: আশিস রাই (Asish Rai)
২০২২–২৩ মরসুমে দলে যোগ দিয়ে দ্রুতই রক্ষণে নিজেকে অপরিহার্য করে তোলেন আশিস। ৬৬ ম্যাচে ২০টি ক্লিন শিটে অবদান এবং চারটি অ্যাসিস্ট, একটি গোল তাঁকে এই পজিশনে অনায়াসে জায়গা করে দেয়।

সেন্টার ব্যাক: প্রীতম কোটাল (Pritam Kotal) ও আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodriguez)
দলের রক্ষণভাগের পুরোধা প্রীতম কোটাল ৬৮টি ম্যাচে নিখুঁত সংগঠক, নেতার ভূমিকায় ছিলেন। অন্যদিকে স্প্যানিশ ফুটবলার আলবার্তো রদ্রিগেজ এক মরসুমেই ১৪টি ক্লিন শিট, পাঁচটি গোল করে আইএসএল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেন।

লেফট ব্যাক: শুভাশীষ বোস (Subhasish Bose)
রক্ষণ, আক্রমণ দুই বিভাগেই দক্ষ শুভাশীষ বোস অধিনায়ক হিসেবেও দলের সাফল্যে নেতৃত্ব দিয়েছেন। সর্বোচ্চ গোলদাতা ডিফেন্ডার হিসেবে ২০২৪–২৫ মরসুমে ৬টি গোল এবং ৪৭টি ক্লিন শিটে অংশীদারি তাঁকে অনায়াসে এই তালিকায় নিয়ে এসেছে।

ডিফেন্সিভ মিডফিল্ডার: কার্ল ম্য়াকহিউ (Carl McHugh)
তিন মরসুমে দলকে রক্ষণের সঙ্গে আক্রমণের যোগসূত্র হিসেবে নিখুঁতভাবে পরিচালনা করেছেন। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া ও খেলার গতি নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

সেন্ট্রাল মিডফিল্ডার: আপুইয়া (Apuia)
মাত্র এক মরসুমে নিজের প্রভাব এতটাই বিস্তৃত করেছেন যে সর্বকালের সেরা দলে জায়গা পাওয়া অপ্রত্যাশিত নয়। মাঝমাঠে ছন্দ ধরে রাখা, বল কভার করা ও গোল করার ক্ষেত্রেও তাঁর অবদান ২০২৪–২৫ মরসুমে দলের ‘ডাবল’ জয়ে মুখ্য ছিল।

Advertisements

রাইট উইঙ্গার: মনবীর সিং (Manvir Singh)
২৩টি গোল ও ১৮টি অ্যাসিস্ট মনবীর সিং রেকর্ডই প্রমাণ করে তিনি কতটা কার্যকর। আইএসএলের শুরু থেকেই দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অ্যাটাকিং মিডফিল্ডার: দিমিত্রি পেত্রাতস (Dimitri Petratos)
৭০ ম্যাচে ২৬টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করে ক্লাবের সর্বকালের সেরা স্কোরার হয়ে উঠেছেন। বড় ম্যাচে গোল করার দক্ষতা এবং অ্যাসিস্টের পরিসংখ্যান তাঁকে এই একাদশে রাখার যথেষ্ট কারণ।

লেফট উইঙ্গার: লিস্টন কোলাসো (Liston Colaco)
ড্রিবলিং, লং রেঞ্জ শট, সেট পিস সবেতেই দক্ষ লিস্টন গত চার মরসুম ধরে বাঁ প্রান্তে বিপক্ষ রক্ষণের ভীত কাঁপিয়েছেন। তাঁর উপস্থিতি মানেই একটি বড় অস্ত্র।

স্ট্রাইকার: রয় কৃষ্ণ (Roy Krishna)
ফিজির এই তারকা আইএসএলে মোহনবাগানের প্রথম মরসুমে দলের আক্রমণকে নতুন রূপ দিয়েছিলেন। ২১টি গোল ও ১২টি অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচজেতানো মানসিকতা তাঁকে এগিয়ে রাখে অন্যদের থেকে। জেসন কামিংস ভালো খেললেও রয় কৃষ্ণর অবদান ইতিহাসের পাতায় আলাদা করে লেখা হবে।

প্রধান কোচ: আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)
দু’দফায় কোচিং করিয়েছেন, প্রথম আইএসএল শিল্ড এনে দিয়েছেন এবং দলকে একদম ভিত্তি থেকে গড়ে তুলেছেন। তাঁর অধীনেই মোহনবাগান সুপার জায়ান্ট হয়ে ওঠে লড়াকু, জেতার মানসিকতায় ভরপুর এক অভিজাত দল। তাঁর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও মানসিকতা গড়ার ভূমিকা তাঁকে এই দলে কোচ হিসেবে সবচেয়ে উপযুক্ত করে তোলে।

Indian Football Club Mohun Bagan SG all-time starting XI in ISL