Indian Football: আফগানিস্তান প্রসঙ্গে কী বলছেন ভারতীয় অধিনায়ক? জানুন

হাতে মাত্র আর দুটো দিন। তারপরেই প্রতিবেশী দেশ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল (Indian Football) দল। গত এশিয়ান কাপে ধরাশায়ী হওয়ার পর এবার এই টুর্নামেন্টের…

Sunil Chhetri

হাতে মাত্র আর দুটো দিন। তারপরেই প্রতিবেশী দেশ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল (Indian Football) দল। গত এশিয়ান কাপে ধরাশায়ী হওয়ার পর এবার এই টুর্নামেন্টের দিকেই নজর দেশের ফুটবলপ্রেমীদের। সেই মর্মে গত কয়েকদিন আগেই ফুটবলারদের তালিকা ঘোষনা করে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ।

যেখানে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস দলের বেশকিছু ফুটবলারদের নাম উল্লেখ ছিল। সেখান থেকে বাছাই করে ফুটবলারদের নিয়ে শেষ মুহূর্তের অনুশীলন চালাচ্ছেন দলের কোচ। প্রতিবারের মতো এবারও সকলের নজর থাকবে ভারতীয় দলের অধিনায়কের দিকে।

আসন্ন এই ম্যাচের জন্য যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় অধিনায়ক সুনীল ছেত্রীকে। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমানে সময়ের সাথে সাথে আফগানিস্তান নিজেদের যথেষ্ট উন্নত করেছে। ধীরে ধীরে তারা এগোচ্ছে। গত এক দশক ধরে ভারতের পাশাপাশি এই প্রতিবেশী দেশের ফুটবল দলও যথেষ্ট উন্নতি করার চেষ্টা করছে। এক্ষেত্রে তাদের দলের ফুটবলারদের বিদেশে খেলার অভিজ্ঞতা উন্নতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এবারের এই ফুটবল ম্যাচ যথেষ্ট লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

উল্লেখ্য, গত ২০২২ সালে ভারতের মাটিতে খেলে গিয়েছিল আফগানিস্তান ফুটবল দল। এক্ষেত্রে ব্লু-টাইগার্সরা শেষ পর্যন্ত জয় পেলেও একটা সময় অনেকটাই চাপে ফেলে দিয়েছিল আফগানিস্তান দল। দেখতে দেখতে অনেকটাই এগিয়েছে সময়। এবারের এই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ও যে খুব একটা সহজ হবে না তা কিন্তু পরিষ্কার।