Indian Football: এক মেরুতে মোহনবাগান-ম্যানচেস্টার ইউনাইটেড, আলোচনায় বাজাজ

ভারতীয় ফুটবলে (Indian Football) ফের আলোচনায় রঞ্জিত বাজাজ। মিনার্ভা অ্যাকাডেমির দৌলতে তাঁকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভারত এবং ইউরোপের নামকরা কিছু ক্লাবের লোগো ব্যবহার করা হয়েছে অনুমতি না নিয়েই। অভিযোগ এমনটাই। 

জানা গিয়েছে, মিনার্ভা অ্যাকাডেমির পক্ষ থেকে একটি টুর্নামেন্ট আয়োজন করার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স – সহ ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের নাম, লোগো ব্যবহার করা হয়েছিল উক্ত ক্লাবগুলোর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ফুটবল প্রেমীরা নিজেদের মতামত প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। সমালোচনা শুরু হয়েছে রঞ্জিত বাজাজকে কেন্দ্র করে। 

   

মিনার্ভা অ্যাকাডেমির পক্ষ থেকে একটি টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে প্রচার করা হয়েছিল। টুর্নামেন্টের নাম রাখা হয়েছিল মিনার্ভা সুপার লিগ। নিজেদের অ্যাকাডেমির ছাত্রদের নিয়ে হয়েছিল নিলাম। ভারত এবং ইউরোপের মোট ছয়টি ক্লাবের লোগো কাজে লাগানো হয়েছিল টুর্নামেন্ট প্রচারের কাজে, তাও অনুমতি না নিয়েই। অভিযোগ এমনটাই। 

ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিনার্ভা সুপার লিগের সঙ্গে আমাদের যে কোনও যোগ নেই সেটা হলফ করতে বলতে পারি। আমাদের ক্লাবকে প্রচারের কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়নি।’

প্রায় অনুরূপ বিবৃতি মোহন বাগান অ্যাথলেটিক ক্লাবের তরফে দেওয়া হয়েছে। ক্লাবের এক কর্তার বলেছেন, ‘ এটা কী করে সম্ভব?’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন