রাউন্ড রবিন পদ্ধতিতে হবে প্রথম ডিভিশন লিগ‌?

indian-football-team-avneet-bharti-ryan-williams-will-join-national-team-camp

গত শনিবার বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছিল সর্বভারতীয় ফেডারেশনের (AIFF)। সেখানেই জানানো হয়েছিল যে দেশের প্রথম ডিভিশন লিগ (Indian First Division League) পরিচালনার কথা মাথায় রেখে গঠিত হবে তিন সদস্যের একটি বিশেষ কমিটি। যেখানে উভয়পক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি গুরুত্ব পাবে টুর্নামেন্টের সমস্ত প্রেক্ষাপট। এই কমিটির রিপোর্টের মধ্যে দিয়েই এবার নির্ভর করছে টুর্নামেন্টের ফরম্যাট। সেই অনুযায়ী চলতি মাসের এই চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই নিজেদের কাজ শুরু করেছে সেই সমন্বয় কমিটি। সব ঠিকঠাক থাকলে চলতি ২০২৫ সালের শেষ দিন পর্যন্ত সমস্ত আলোচনা পর্ব মিটিয়ে আগামী ২রা জানুয়ারির মধ্যে সামনে আসার কথা রিপোর্ট।

Advertisements

এখন সেদিকেই নজর থাকবে সকল ফুটবলার থেকে শুরু করে সকল অনুরাগীদের। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নানা তথ্য। গত সোমবার থেকেই শোনা যাচ্ছে যে সব ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই নাকি শুরু হয়ে যাবে প্রথম ডিভিশন ফুটবল লিগ। যদিও এখনও গোটা বিষয়টি আইএসএল ও এআইএফএফ সমন্বয় কমিটির রিপোর্টের উপর ব্যাপকভাবে নির্ভর করছে। আরও শোনা যাচ্ছে যে সেক্ষেত্রে দুইটি বিভাগে ভাগ করা হতে পারে দেশের প্রথম সারির এই ফুটবল টুর্নামেন্টের সকল দল গুলিকে। যেখানে একটি বিভাগে থাকা দল গুলির খেলা আয়োজিত হবে বাংলা তথা কলকাতায়।

   

অন্য বিভাগে থাকা দল গুলির খেলা আয়োজিত হবে গোয়ায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। মনে করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজিত হবে দেশের প্রথম ডিভিশন লিগ। এক্ষেত্রে গ্ৰুপের শীর্ষস্থানে থাকা দল গুলি সুযোগ পেতে পারে পরবর্তী রাউন্ডে। সেখানে ও হয়তো লাঘু হবে এই একই পদ্ধতি। বর্তমানে সেই সম্ভবনা যথেষ্ট প্রবল। তবে এক্ষেত্রে পুরোপুরি নির্ভর করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই নয়া কমিটির সিদ্ধান্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements