Sunday, December 7, 2025
HomeEntertainmentমেলবোর্নের মাঠে কোহলিকে নিয়ে স্লোগান পাল্টা স্লোগান, শুনে কী কাণ্ড করলেন অনুষ্কা?

মেলবোর্নের মাঠে কোহলিকে নিয়ে স্লোগান পাল্টা স্লোগান, শুনে কী কাণ্ড করলেন অনুষ্কা?

- Advertisement -

বর্তমানে অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তার স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) রয়েছেন। এই তারকা দম্পতিকে মাঝে মধ্যেই একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে । সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে দেখতে উপস্থিত হয়েছিলেন অনুষ্কা শর্মা। সেই সময় মাঠের মধ্যে বিরাটকে ঘিরে শ্লোগান তুলছিলেন দর্শকরা। যা শুনে অদ্ভুত কান্ড করেন স্ত্রী অনুষ্কা।

মেলবোর্নে (Melbourne) অনুষ্ঠিত ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের পঞ্চমদিনে একটি অদ্ভুত স্লোগান ওঠে স্টেডিয়াম জুড়ে। অস্ট্রেলিয়ান সমর্থকরা বিরাটের বিপক্ষে স্লোগান তুলছিল অন্যদিকে মাঠে উপস্থিত ভারতীয় সমর্থকরা (Indian fans) ‘কোহলি তোদের বাপ’ বলে স্লোগান তোলে। এই স্লোগানটি শোনার পর, স্ট্যান্ডে বসে থাকা অনুষ্কা শর্মা (Anushka Sharma) নিজেকে সামলাতে পারলেন না এবং হাসিতে ফেটে পড়েন। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দর্শকরা একে একে কোহলি (Virat Kohli) সম্পর্কিত স্লোগান গাইছেন। অনুষ্কা সেই গুলো শুনে মজা নিচ্ছেন। এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে তিনি পুরোপুরি উপভোগ করছেন এই মুহূর্তটিকে। 

   

এই মূহুর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে । ‘কোহলি তোদের বাপ’ স্লোগানে অনুষ্কার হাসি এবং মজা নেওয়ার দৃশ্যটি ফ্যানদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এক ভক্ত ভিডিও শেয়ার করে পোস্টে করে ক্যাপশনে লিখেছেন, “অনুষ্কা যেখানে বসেছিলেন, সেখানে দর্শকরা কোহলি তোদের বাপ স্লোগান দিতে শুরু করে। এবং তা শুনে অনুষ্কা হাসছেন।”

প্রসঙ্গত,বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) মেলবোর্নে (Melbourne) একান্তে সময় কাটাতে দেখা গিয়েছিল। তারা একসাথে শহর ঘুরতে বেরিয়েছিলেন। একটি স্থানীয় ক্যাফেতে গিয়ে ক্রিসমাস স্পেশ্যাল ব্রেকফাস্ট উপভোগ করেছিলেন। তাদের বড়দিন উদযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্কা (Anushka Sharma) কালো টিশার্ট এবং খয়েরি প্যান্ট পরে, আর বিরাট কোহলি (Virat Kohli) পরেছিলেন কালো টিশার্ট এবং জিন্স। ক্যাফেতে তাদের খাওয়া-দাওয়া এবং শেফের সঙ্গে ছবি তোলার মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular