বাগান অনুশীলনে অনুপস্থিত এই ভারতীয় ডিফেন্ডার, পুরোটা জানুন

দিন কয়েক অপেক্ষা মাত্র। তারপরেই কলিঙ্গের বুকে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসি।…

Mohun Bagan SG

দিন কয়েক অপেক্ষা মাত্র। তারপরেই কলিঙ্গের বুকে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। গত তিনটি ম্যাচ এই ম্যাচে ও জয়ের ধারা বজায় রাখতে চাইবেন বাগান কোচ জোসে মোলিনা‌। সেইমতো গত রবিবার থেকেই অনুশীলন শুরু করেছে গোটা দল। এই ম্যাচে জয় পেলে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে চলে যাবে ময়দানের এই প্রধান। যারফলে এবার ও টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের লড়াইয়ে থাকবে মেরিনার্সরা।

Also Read | লাল-হলুদ প্রসঙ্গে এবার কী বললেন দেবাশিস দত্ত? 

তবে স্কটিশ ফরোয়ার্ডের চোট সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। আসলে গতকাল পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে এই বিদেশ ফুটবলারকে। এমনকি হাঁটতেও বেশ কিছুটা সমস্যা হচ্ছিল তাঁর। এই পরিস্থিতিতে আদৌ তিনি পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। যতদূর জানা গিয়েছে, হায়দরাবাদ এফসির সঙ্গে খেলতে গিয়ে হাল্কা চোট পেয়েছিলেন এই ফুটবলার। সেই সময় তেমন কিছুই বোঝা যায়নি। কিন্তু এবার গোটা দল অনুশীলন শুরু করলেও অধিকাংশ সময় মেডিকেল টিমের সঙ্গেই কাটালেন গ্ৰেগ স্টুয়ার্ট।

Asish Rai

Also Read | এএফসির টুর্নামেন্ট খেলছে না মোহনবাগান, কোন পথে নুনোর ভবিষ্যত? 

Advertisements

তবে মনে করা হচ্ছে মঙ্গলবার থেকেই দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করবেন এই দাপুটে ফরোয়ার্ড। কিন্তু চোট থেকে যাওয়ায় আসন্ন ওডিশা ম্যাচে আদৌও তাঁকে প্রথম থেকে নামানো হবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়। অন্যদিকে আজ অনুশীলনে আসলেন না বাগানের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আশিষ রাই। প্রথমদিকে যা কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছিল সকলকে। তবে পরবর্তীতে জানা যায়, কোনও রকম চোটের সমস্যা নেই এই ভারতীয় ফুটবলারের। হাইভোল্টেজ ম্যাচের আগে সাময়িক বিশ্রাম দেওয়া হয়েছে জাতীয় দলের এই ফুটবলারকে।

Also Read | East Bengal FC : ছুটি শেষে ইস্টবেঙ্গলের অনুশীলনে কোন চমক থাকল দেখুন 

অন্যদিকে, গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হয়েছে ওডিশা এফসি। অনবদ্য লড়াই করে ও জয় নিশ্চিত করতে ব্যর্থ হন দিয়াগো মাউরিসিও থেকে শুরু করে হুগো বুমোসরা। ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের।