HomeSports Newsচ্যাম্পিয়ন্স ট্রফিতে তাক লাগাবেন এশিয়ার তিন! তালিকায় এক ভারতীয়

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাক লাগাবেন এশিয়ার তিন! তালিকায় এক ভারতীয়

- Advertisement -

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) এবার ফিরছে ৮ বছর পর। এই প্রতিযোগিতায় নতুন প্রতিভারা নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন। ক্রিকেটের এই মহাযুদ্ধে প্রতিটি দেশ তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে, তবে কিছু নতুন মুখও নজর কাড়ছে যাদের আগমনে নজর কাড়া পারফরম্যান্সের আশা করা হচ্ছে। সেই তালিকায় রয়েছেন এক ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)।

১. বরুণ চক্রবর্তী (ভারত)

   

ভারতের বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) বয়স ৩৩, তবে আন্তর্জাতিক ক্রিকেট জগতে দুরন্ত কামব্যাক তার। বরুণের ক্যারিয়ার শুরু হয়েছিল কিছুটা ধীরগতিতে, তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি যে জাদু দেখিয়েছেন, তা প্রশংসিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তার ১৪ উইকেট পাওয়া, বিশেষ করে ইংরেজ ব্যাটারদের বিভ্রান্ত করা, তাকে ভারতের এক সম্ভাব্য তারকা হিসেবে তুলে ধরেছে। অনেকের অভিযোগ ছিল যে তাকে দলে নেওয়ার পিছনে কোচ গম্ভীরের অতিরিক্ত KKR-প্রীতি রয়েছে, তবে বরুণ নিজেকে প্রমাণ করেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি নতুন করে তাক লাগাতে পারেন।

২. তাইয়াব তাহির (পাকিস্তান)

পাকিস্তানের ৩১ বছর বয়সী পেস বোলার তাইয়াব তাহির, যিনি ২০২৩ এশিয়া কাপে নিজের পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়েন। পাকিস্তান দলের জন্য এক বড় সুবিধা হতে পারে, কারণ তাহিরের হাতে রয়েছে দুর্দান্ত শট হিট করার ক্ষমতা। ক্রিকেট বিশ্বে তার প্রশংসা করে ওয়াসিম আক্রম বলেন, তার পারফরম্যান্সের গুণমানকেই প্রমাণ করে। তাহিরের শক্তিশালী শট এবং তার ব্যাটিং দক্ষতা পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু উপহার দিতে পারে।

৩. নাহিদ রানা (বাংলাদেশ)

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা, বয়স মাত্র ২২। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার নজরে থাকবেন। বাংলাদেশ দল সাধারণত খুব ভালো পারফরম্যান্স করে থাকে না, তবে রানা এক্স-ফ্যাক্টর হতে পারেন। তার ৩ ম্যাচে ৪ উইকেট ও ১৪০-১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করার ক্ষমতা তাকে দলের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কত দূর যাবে তা ভবিষ্যত বলবে, তবে নাহিদ রানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বছর এশিয়া ক্রিকেটের কিছু নতুন মুখকে তুলে ধরতে পারে, যারা ক্রিকেট বিশ্বে নিজেদের আলাদা জায়গা করে নেবে। বরুণ চক্রবর্তী, তাইয়াব তাহির এবং নাহিদ রানাকে যেমন নতুন প্রতিভা হিসেবে দেখা হচ্ছে, তেমনি তাদের প্রতিটি দলেই বিশাল অবদান রাখতে পারে। বিশ্ব ক্রিকেটে তারা পরবর্তী সুপারস্টার হতে পারেন, যারা ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করবেন।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular