মাত্র ১৪ বছর বয়স। কিন্তু এই বয়সেই যুব ক্রিকেটে (Indian Cricketer) একের পর এক রেকর্ড গড়ে চমকে দিচ্ছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের (India U-19 Team) এই বিস্ময় প্রতিভা বুধবার অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে গড়ল নতুন বিশ্বরেকর্ড। ইউথ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়ল এই কিশোর ব্যাটার (India Cricket News)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি তিন ম্যাচের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৮ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলে বৈভব শুধু দলের ভিত গড়েনি, সঙ্গে গড়েছে যুব ক্রিকেটের এক নতুন ইতিহাস। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি বিশাল ছয়। এই ৬ ছক্কার সঙ্গেই বৈভব পৌঁছে গেল ৪১ ছক্কায়, মাত্র ১০ ইনিংসে। আর এই নজিরের মাধ্যমেই ভেঙে দিল ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক উন্মুক্ত চন্দের রেকর্ড। উন্মুক্ত ২১ ইনিংসে করেছিলেন ৩৮টি ছক্কা (Bengali Sports News)।
নতুন রেকর্ড, নতুন উত্থান
যুব ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় এতদিন প্রথম স্থানে ছিলেন উন্মুক্ত। তার পরে ছিলেন যশস্বী জয়সওয়াল, যিনি ২৭ ইনিংসে ৩০টি ছক্কা হাঁকিয়েছিলেন। বৈভব সূর্যবংশী এখন এই তালিকার শীর্ষে, তাও আবার মাত্র ১৪ বছর বয়সে। অভিজ্ঞতা দুইয়ের তুলনায় বৈভবের এই পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের তালিকায় তাকে এক ধাক্কায় তুলে দিয়েছে।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
বুধবার ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। ভারতের শুরুটা ছিল হতাশাজনক। অধিনায়ক আয়ুষ মাত্রে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যান। তখন দলের হাল ধরেন বৈভব ও বিহান মালহোত্রা। এই দুই ব্যাটারের মধ্যে গড়ে ওঠে ১১৭ রানের জুটি। বিহান করেন ৭৪ বলে ৭০ রান।
বৈভব ৬৮ বলে ৭০ রান করে আউট হন যশ দেশমুখের বলে। তার ইনিংসে যেমন ছিল শুরুর ধৈর্য, তেমনই ছিল পরের দিকে দাপট। তার ব্যাট থেকেই এসেছিল ছয়টি ছক্কা, যা রেকর্ডে রূপ নেয় ম্যাচের শেষেই। অভিজ্ঞান কুণ্ডুও এদিন নজর কাড়েন ৬৪ বলে ৭১ রান করে। এই তিন ব্যাটারের ইনিংসে ভর করেই ভারত তোলে ৩০০ রান। শেষপর্যন্ত ৪৯.৪ ওভারে অলআউট হয়ে যায় ভারত।
পরিসংখ্যান বলছে অনেক কিছু
যুব ওয়ানডেতে বৈভব সূর্যবংশীর মোট রান এখন ৫৪০। এর মধ্যে ২৬ শতাংশ রান এসেছে ছক্কা ও চার মারার মাধ্যমে। তার ব্যাটিং স্ট্রাইক রেট ও ছক্কা মারার সামর্থ্য স্পষ্টভাবে তাকে আলাদা করে তুলছে সমসাময়িক অন্য তরুণ প্রতিভাদের থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, এই বয়সে যে পরিণত মানসিকতা ও শট সিলেকশন বৈভব দেখাচ্ছে, তা সত্যিই বিরল। শুধু ভারত নয়, বৈভব হতে পারে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যতের এক অন্যতম তারকা।
🚨 RECORD ALERT
Vaibhav Suryavanshi now has scored the most sixes in Youth ODI and is the first player to hit over 40 maximums. He has remarkably achieved the feat in just 10 games.
— Vipin Tiwari (@Vipintiwari952) September 24, 2025
কেএল রাহুল ব্যর্থ, বৈভব নজরে
যেখানে একদিকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ব্যর্থ হন সিনিয়র ব্যাটার কেএল রাহুল (১১ রান), সেখানে অনূর্ধ্ব-১৯ দলে বৈভব সূর্যবংশী ছড়িয়েছেন আলো। একই দিনে ভারতের দুই দলের ভিন্ন ছবি যেন ভবিষ্যতের আশার প্রতিফলন।
Indian Cricketer Vaibhav Suryavanshi hits record 41 sixes in 10 innings against Australia in U-19 ODI Series

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
