অধিনায়কত্ব ছাড়ার পর ‘টেস্ট ক্রিকেট’কে বিদায় তারকা ক্রিকেটারের!

Indian Cricketer Shreyas Iyer opts out to Test Cricket due to back injury ahead of West Indies series

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) একসময়ের উদীয়মান মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন, আপাতত লাল বলের ক্রিকেট (Test Cricke) খেলতে ইচ্ছুক নন তিনি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে এই সিদ্ধান্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে (India Cricket news)।

Advertisements

শ্রেয়সের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, তবে কি লাল বলের ক্রিকেট থেকে একপ্রকার ‘বিদায়’ই নিয়ে নিচ্ছেন তিনি? সূত্রের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম আনঅফিশিয়াল টেস্টে অংশ নিলেও, দ্বিতীয় ম্যাচ শুরুর মাত্র এক ঘণ্টা আগে নিজেকে সরিয়ে নেন শ্রেয়স। জানা গিয়েছে, তিনি পিঠের পেশির সমস্যায় ভুগছেন। তবে তার থেকেও বড় কথা, শ্রেয়স নিজেই নির্বাচকদের জানিয়েছেন, আপাতত লাল বলের ক্রিকেট খেলতে চান না (Bengali Sports News)।

ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “শ্রেয়স নিজেই লাল বলের ক্রিকেট থেকে বিশ্রামের কথা জানিয়েছে। ওর শরীর দীর্ঘ সময় ধরে মাঠে থাকার মতো পরিস্থিতিতে নেই। এই মুহূর্তে ও শুধুমাত্র সাদা বলেই মনোযোগ দিতে চায়।”

অবশ্য এই সিদ্ধান্ত আকস্মিক নয়। এর আগেও এশিয়া কাপ এবং ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স। যদিও আইপিএলে ব্যাট হাতে চমক দেখিয়েছেন, তবু জাতীয় টেস্ট দলে জায়গা হয়নি। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, শ্রেয়সকে কি আদৌ আর লাল বলের জন্য ভাবা হচ্ছে?

অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজে তাঁকে অধিনায়ক করা হয়েছিল ভবিষ্যতের টেস্ট পরিকল্পনায় গুরুত্ব দেওয়ার বার্তা হিসেবে। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকে সরে দাঁড়ানো এবং এরপর নিজের অনীহার কথা জানানো নির্বাচকদের জন্য বড় বার্তা।

নির্বাচকেরা এখন বিকল্পের খোঁজে। করুণ নায়ারের দলে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই জায়গায় সরফরাজ খানের দিকে ঝুঁকতে পারেন তাঁরা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি নিজের ফিটনেসেও নজর দিয়েছেন সরফরাজ। ফলে টেস্ট দলে জায়গা পাওয়ার দৌড়ে তিনি এখন এগিয়ে।

Advertisements

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শ্রেয়সের টেস্ট কেরিয়ার কি তবে এখানেই শেষ? যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিজিও ও ট্রেনারদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনা করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কয়েক মাস পর।

উল্লেখ্য, শ্রেয়স আইয়ার এখনও পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন, যেখানে একটি সেঞ্চুরি এবং চারটি হাফ-সেঞ্চুরি রয়েছে। তবে বারবার পিঠের চোট তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছে। টেস্ট দলে তাঁর না থাকা নির্বাচকদের জন্য যেমন নতুন ভাবনার সুযোগ, তেমনি শ্রেয়সের ভবিষ্যৎও এখন সাদা বলের ক্রিকেটেই আবদ্ধ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Indian Cricketer Shreyas Iyer opts out to Test Cricket due to back injury ahead of West Indies series