আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলকে বিদায় জানিয়েছেন আগেই। এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটের (Indian Cricketer) অন্যতম সফল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। সব কিছু ঠিক থাকলে চলতি মরসুমে তাঁকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (BBL)। একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করলেও, শোনা যাচ্ছে সিডনি থান্ডার (Sydney Thunder) অশ্বিনকে দলে নিতে সবচেয়ে বেশি আগ্রহী (India Cricket News)।
কিন্তু এই দলে রয়েছে আরেক পরিচিত মুখ, পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। আর এতেই প্রশ্ন উঠছে, এশিয়া কাপে ‘হ্যান্ডশেক’ বিতর্কে পাকিস্তানকে (Pakistan Cricketer) প্রকাশ্যে সমালোচনা করা অশ্বিন এবার সতীর্থ হিসেবে শাদাবের সঙ্গে করমর্দনে রাজি হবেন কি?
এশিয়া কাপের বিতর্ক ও অশ্বিনের মন্তব্য
সম্প্রতি এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ ঘিরে শুধু খেলার উত্তেজনাই নয়। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অভিযোগ করে, ভারতীয় দল ইচ্ছাকৃতভাবে তাঁদের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি। বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরেও বিতর্ক ছড়ায়। পাকিস্তান তাঁকে সরানোর দাবি তোলে, যদিও আইসিসি সেই দাবি খারিজ করে দেয়।
এই বিতর্কে মুখ খোলেন ভারতের প্রাক্তন স্পিনার অশ্বিন। তিনি বলেন, “হাত না মেলানো নিয়ে ভারতীয় দল একদম ঠিক করেছে।” তাঁর সেই মন্তব্য নিয়েও জলঘোলা হয় দুই দেশের মধ্যে। এবার সেই অশ্বিনই যদি পাকিস্তানি ক্রিকেটার শাদাব খানের সঙ্গে এক ড্রেসিংরুমে থাকেন, তবে তাঁদের সম্পর্ক কেমন হয়, তা দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট দুনিয়া।
সিডনি থান্ডারে অশ্বিন-শাদাব একসঙ্গে?
একাধিক সূত্রে খবর, সিডনি থান্ডার ইতিমধ্যেই অশ্বিনকে দলে নেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে। ড্রেসিংরুমে তাঁর সঙ্গে থাকবেন শাদাব খান, ইংল্যান্ডের স্যাম বিলিংস, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, তানভীর সাঙ্গা এবং টম অ্যান্ড্রুজ-সহ একাধিক আন্তর্জাতিক তারকা। সিডনির পিচ স্লো হওয়ায় স্পিনারদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।
গত মরসুমে সিডনি থান্ডারের স্পিনারদের ইকোনমি রেট ছিল ৬.৬০, যেখানে পেসারদের ছিল ৭.৭১। সেই পরিসংখ্যান মাথায় রেখে অশ্বিনকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজি।
অশ্বিনের নতুন ইনিংস
অশ্বিন এর আগে হংকং সিক্সেসতে নিজের নাম নথিভুক্ত করেছেন। ২ ডিসেম্বর শুরু হতে চলেছে ILT20 এবং ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ। ILT20 শেষে অশ্বিন যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ার লিগে।
২০২১ সালে উনমুক্ত চাঁদ ছিলেন প্রথম ভারতীয় যিনি বিগ ব্যাশ খেলেছিলেন। এবার অশ্বিন সেই তালিকায় যুক্ত হলে, তা নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত হবে।
বাবরের বিরুদ্ধে অশ্বিন
১৬ জানুয়ারি, এসসিজিতে সিডনি সিক্সার্সের বিরুদ্ধে অশ্বিন মুখোমুখি হতে পারে বাবর আজম এবং স্টিভ স্মিথের মতো ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার চাপমুক্ত হয়েই খেলবেন তিনি। তবে, সবার চোখ থাকবে একটাই বিষয়ে। ডাগআউটে শাদাবের সঙ্গে অশ্বিনের প্রথম সাক্ষাতে করমর্দন হয় কি না? সম্পর্কের জট ছাড়িয়ে ক্রিকেট কীভাবে দুই দেশের দূরত্ব কমাতে পারে, সেটাই দেখতে চায় ক্রিকেটবিশ্ব।
Amid India-Pakistan row, Ravichandran Ashwin set to share Sydney Thunder colours with Shadab Khanhttps://t.co/yQIW2SMW6n pic.twitter.com/Q0Fd2TvtF6
— The Telegraph (@ttindia) September 24, 2025
Indian Cricketer Ravichandran Ashwin to play BBL with Pakistan Cricketer will he Shake Hands