বাড়ি যাও! পাক ক্রিকেটারকে খোঁচা দিয়ে অর্শদীপ-হর্ষিতের সেলিব্রেশন ভিডিও ভাইরাল

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ফাইনাল যেন শুধু ট্রফি জয়ের মঞ্চ ছিল না। বরং পুরনো অপমানের জবাব দেওয়ারও জায়গা হয়ে উঠেছে ভারতের তারকাদের (Indian…

Indian Cricketer mock Pakistan Palyer Abrar Ahmed celebration after win Asia Cup 2025 Title

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ফাইনাল যেন শুধু ট্রফি জয়ের মঞ্চ ছিল না। বরং পুরনো অপমানের জবাব দেওয়ারও জায়গা হয়ে উঠেছে ভারতের তারকাদের (Indian Cricketer) কাছে। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক ম্যাচে বিতর্কিত সেলিব্রেশনের উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricket Team) নিজেদের ভাষায়, নিজেদের ভঙ্গিতে (Bengali Sports News)।

Advertisements

শুরুটা করেছিলেন জশপ্রীত বুমরাহ। পাক (Pakistan) পেসার হ্যারিস রউফ ভারতীয় ব্যাটারদের আউট করে ‘প্লেন ক্র্যাশ’ সেলিব্রেশন করেছিলেন, তখন অনেকেই একে ব্যঙ্গ বলে মনে করেছিলেন (India Cricket News)। সেই রউফকে বোল্ড করে বুমরাহ একেবারে তাঁর স্টাইলে ‘বিমান নামিয়ে’ দিয়েছেন চলতি ফাইনালে, ম্যাচের ১৭.৫ ওভারে। হাত দু’টোকে ডানার মতো ছড়িয়ে প্লেন নামানোর ভঙ্গি করে বুঝিয়ে দিয়েছেন, কে আসল ‘পাইলট’।

   

তবে এখানেই থেমে থাকেনি ভারতীয় দলের জবাব। পাক স্পিনার আবরার আহমেদের কথা ক্রিকেটপ্রেমীরা ভুলে যাননি। তাঁর সিগনেচার সেলিব্রেশন, ব্যাটারকে আউট করে মাথা নাড়িয়ে কটাক্ষের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা। গত বিশ্বকাপে শুভমান গিলের আউটের পর যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছিল। অনেকেই একে ‘অভব্যতা’ বলেও আখ্যা দেন।

আরও পড়ুন : ট্রফিহীন চ্যাম্পিয়ন ভারত! ভারতীয় সেনাকে সম্মান জানাতে বিরাট সিদ্ধান্ত সূর্যের

 

চলতি এশিয়া কাপের ফাইনালে সেই আবরার ভারতীয় ব্যাটিংকে বিশেষ সমস্যায় ফেলতে পারেননি। গোটা ম্যাচে একটাই উইকেট পেয়েছেন শেষ ওভারে। যদিও উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরনো অভ্যাসে ফিরে যান, আবারও সেই ‘মাথা নাড়ানো’ কটাক্ষসূচক ভঙ্গি।

এবার আর চুপ করে থাকেননি ভারতীয়রা। ম্যাচের শেষে, টিম হাডল পেরিয়ে বেরিয়ে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান তিন তরুণ ভারতীয় ক্রিকেটার। জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। একসঙ্গে দাঁড়িয়ে আবরারের সেই বিখ্যাত ‘ঘাড় নেড়ে’ দেওয়া সেলিব্রেশন অনুকরণ করেন তাঁরা। ভঙ্গি যেন স্পষ্ট, ‘অনেক হয়েছে, এবার বাড়ির পথ ধরো।’

এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল। ভারতীয় নেটিজেনদের একাংশ বিষয়টিকে ‘পারফেক্ট রিপ্লাই’ বলে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার বলেছেন, “এটাই হলো মাঠের ভাষায় উত্তর দেওয়া।”

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুও এই বিষয়টি নিয়ে টুইট করেছেন। বুমরাহর সেলিব্রেশনকে সমর্থন করে তিনি লেখেন, “এই জবাবটা পাকিস্তানের দরকার ছিল।” প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানও বলেন, “বিমান মাটিতে নামিয়ে দিলেন বুমরাহ।” শেষমেশ, শুধু ট্রফি জেতাই নয়, মাঠে নিজেদের ‘অভিমান’ আর ‘অপমান’ জবাব দিল ভারত।

Indian Cricketer mock Pakistan Palyer Abrar Ahmed celebration after win Asia Cup 2025 Title