এশিয়া কাপের বাকি পাঁচ দিন, আচমকা ক্রিকেটকে ‘গুডবাই’ অভিজ্ঞ লেগস্পিনারের

এশিয়া কাপে ২০২৫ (Asia Cup 2025) অভিযান শুরুর আগেই ভারতীয় ক্রিকেটের (Indian Cricketer) আরেক উজ্জ্বল অধ্যায়ের ইতি। ২৫ বছরের বর্ণময় ক্রিকেটজীবনের অবসান ঘটালেন অভিজ্ঞ লেগস্পিনার…

Indian Cricketer Amit Mishra announces retirement from all forms of cricket ahead Asia Cup 2025

এশিয়া কাপে ২০২৫ (Asia Cup 2025) অভিযান শুরুর আগেই ভারতীয় ক্রিকেটের (Indian Cricketer) আরেক উজ্জ্বল অধ্যায়ের ইতি। ২৫ বছরের বর্ণময় ক্রিকেটজীবনের অবসান ঘটালেন অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্র (Amit Mishra)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর), ৪২ বছর বয়সে সমস্ত ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় অনিয়মিত হলেও, তাঁর প্রতিভা ও ধারাবাহিকতা ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে বারবার প্রমাণ করেছে। অমিত মিশ্রকে এক অনন্য লেগস্পিনারের ভূমিকায়।

২০০৩ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত এক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে ভারতের জার্সিতে পথচলা শুরু করেছিলেন অমিত মিশ্র। তবে টেস্ট অভিষেকের জন্য তাঁকে অপেক্ষা করতে হয় আরও ৫ বছর। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে নামার সুযোগ পান, আর অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে জানান দেন নিজের সক্ষমতার।

   

ক্রিকেট মাঠ থেকে তদন্ত কক্ষে! ‘গব্বর’কে তলব ইডির, কিন্তু কেন?

মোট ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন অমিত। যেখানে তিনি যথাক্রমে ৭৬, ৬৪ ও ১৬টি উইকেট সংগ্রহ করেন। বিশেষ করে ২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৮ উইকেট নিয়ে তিনি স্পর্শ করেন জাভাগল শ্রীনাথের রেকর্ড। এক দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহের।

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি উইকেট নিয়েছিলেন মিশ্র। তাঁর কীর্তির অন্যতম দিক ছিল নিয়ন্ত্রিত ইকোনমি রেট, যা তাঁকে ভারতের মূল স্পিন অস্ত্রে পরিণত করেছিল ওই টুর্নামেন্টে।

আইপিএলে অমিত মিশ্রের অবদান নিঃসন্দেহে অসামান্য। তিনি একমাত্র বোলার, যিনি তিনটি হ্যাটট্রিক করেছেন এই প্রতিযোগিতায়। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস, ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাব এবং ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আইপিএলে তাঁর মোট উইকেট সংখ্যা ১৭৪, যা তাঁকে সর্বকালের সপ্তম সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় রেখেছে। আইপিএল ২০২৪ শেষবার মাঠে নেমেছিলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

বিদায় ঘোষণার সময় আবেগাপ্লুত মিশ্র বলেন, “ক্রিকেট আমার প্রথম প্রেম, আমার শিক্ষক, আমার আনন্দের উৎস। ২৫ বছরের যাত্রা ছিল অনবদ্য। বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট সংস্থা, কোচ, সতীর্থ এবং পরিবার সবার কাছে কৃতজ্ঞ। আর ভক্তদের প্রতি ভালোবাসা ও ধন্যবাদ, তাঁদের সমর্থন ছাড়া এই যাত্রা এত সুন্দর হতো না।”

Advertisements

এশিয়ান কাপের বাছাইপর্বে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু ‘ব্লু কোল্টস’দের

তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি কোচিং, ধারাভাষ্য ও মেন্টরশিপের মাধ্যমে ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানান।

সম্প্রতি ভারতীয় ক্রিকেটে একের পর এক অভিজ্ঞ ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন। রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলির টেস্ট থেকে সরে যাওয়া এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। অমিত মিশ্র অবশ্য অনেক আগে থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন। তবে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নিজের উপস্থিতি সবসময়ই জানান দিয়েছেন।

Indian Cricketer Amit Mishra announces retirement from all forms of cricket ahead Asia Cup 2025