ইংল্যান্ডে দাপট দেখিয়ে CAB বিশেষ সম্মান পেলেন তারকা পেসার, বর্ষসেরা ক্রিকেটার সুদীপ ও তনুশ্রী

ভোট রাজনীতিতে এখন সরগরম সিএবি (CAB)। সভাপতির পদপ্রার্থী হিসেবে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম ঘোষণার পর থেকে সমীকরণও পাল্টাতে শুরু করছে। এরমধ্যেই শনিবার ধনধান্য অডিটোরিয়ামে…

Indian Cricketer Akash Deep get special award at CAB Annual Award 2025

ভোট রাজনীতিতে এখন সরগরম সিএবি (CAB)। সভাপতির পদপ্রার্থী হিসেবে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম ঘোষণার পর থেকে সমীকরণও পাল্টাতে শুরু করছে। এরমধ্যেই শনিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হল সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান (CAB Annual Award 2025)। সেখানে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) আকাশ দীপ (Akash Deep)।

ধনধান্য অডিটোরিয়া সিএবির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন এক ঝাঁক ক্রিকেট তারকা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, সিএবি সচিব নরেশ ওঝা, প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও বৈশালী ডালমিয়া, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা, অশোক দিন্দা, মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং বহু প্রাক্তন ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

   

এদিন অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফিরহাদ হাকিম বলেন, “এখনো মনে পড়ে, এক সময় ইডেন গার্ডেনে বসে খেলা দেখতাম, আজকাল ক্লাব হাউসে বসে দেখি। সিএবি অত্যন্ত সুন্দরভাবে সব টুর্নামেন্ট আয়োজন করছে, এটা অব্যাহত থাকুক।”

ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, ” ক্রিকেট স্টেডিয়ামের মতো আজকে ধনধান্য অডিটোরিয়াম ভর্তি। সিএবি অনুষ্ঠানে আসলে আমার বুকে ব্যথা হয়। কারণ সৌরভ এবং ঝুলনের মতো প্রাক্তন ক্রিকেটাররা বাংলায় আছেন তবুও যেন বাংলার ক্রিকেট পিছিয়ে যাচ্ছে।” শেষ কয়েক দশক রঞ্জি না জেতার আক্ষেপ করে করেন ক্রীড়ামন্ত্রী।

অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল সিএবির জীবনকৃতি পুরস্কার, যা প্রদান করা হয় ক্রিকেটের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটারদের। এবছরের জীবনকৃতি পুরস্কার পান অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউ। অরূপ ভট্টাচার্য এই সম্মান গ্রহণ করে আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, “আমার কোচ পুলক বিশ্বাস এবং মা-বাবার অবদান ছাড়া আমি আজকের অবস্থানে আসতে পারতাম না। সিএবির প্রতি আমার কৃতজ্ঞতা, যা আমাকে এই বিশেষ সম্মান দিয়েছে। পরবর্তী জন্মে বাংলাতেই ক্রিকেটার হতে চাই।”

Advertisements

মহিলা বিভাগের জীবনকৃতি পুরস্কারপ্রাপ্ত শ্যামা সাউ বলেন, “এটি আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এই পুরস্কার আমি আমার ছোটবেলার কোচকে উৎসর্গ করছি।”

ইংল্যান্ড সফরে ভারতের জাতীয় স্কোয়াডে থাকা আকাশ দীপকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আকাশ দীপ আবেগমথিত হয়ে বলেন, “এতো বড় সম্মান পেয়ে আমি সত্যিই আবেগী। আমার মা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু সিএবি আমার ক্রিকেটের জন্ম দিয়েছে।”

আকাশ দীপের সঙ্গে বিশেষ পুরস্কার পান অভিমন্যু ঈশ্বরান, যিনি ইংল্যান্ড সফরে ছিলেন। এদিন বিসিসিআইয়ের মহিলা অনূর্ধ্ব ১৫ একদিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলার দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পুরুষ বিভাগে বর্ষসেরা ক্রিকেটার তথা হিসেবে পুরস্কৃত হন সুদীপ ঘরামি এবং মহিলা বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে তনুশ্রী সরকারকে পুরস্কৃত করা হয়।