
ভারতীয় শিবিরে (Indian Cricket Team) যেন চোটের মিছিল থামছেই না। ঋষভ পন্থের ছিটকে যাওয়ার ধাক্কা সামলানোর আগেই ফের দুঃসংবাদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রথম ওয়ানডে চলাকালীন পাওয়া চোট এতটাই গুরুতর যে, বাকি ম্যাচগুলোতে আর তাঁকে পাওয়া যাবে না।
সন্তোষ ট্রফি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল সিনিয়র দল
বরোদার কোটাম্বি স্টেডিয়ামে প্রথম ওয়ানডের সময়ই বিপত্তি ঘটে। নিউজিল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারে বল করার সময় আচমকাই পিঠে তীব্র টান লাগে সুন্দরের। যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। মাঠেই পিঠ চেপে ধরে ঝুঁকে পড়তে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ। কিছুক্ষণ পর পরিস্থিতি আরও জটিল হওয়ায় নিউজিল্যান্ড ইনিংসের ২০তম ওভারের পর তাঁকে মাঠ ছাড়তে হয়। তাঁর জায়গায় নামেন পরিবর্ত ফিল্ডার।
ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল জানান, “ওর সাইড স্ট্রেন হয়েছে। শীঘ্রই স্ক্যান করা হবে।” প্রাথমিক পরীক্ষার পর জানা গিয়েছে, সাইড স্ট্রেনের কারণেই গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এই চোট ভারতীয় দলের জন্য বড়সড় উদ্বেগের কারণ। ব্যাটে-বলে ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর দলের অন্যতম ভরসা। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দেরি নেই, এক মাসেরও কম সময় বাকি। সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর রেকর্ড যথেষ্ট ভালো হওয়ায় এই মুহূর্তে তাঁর চোট টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
প্রথম ওয়ানডেতে ৫ ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট না পেলেও, চোট উপেক্ষা করে আট নম্বরে ব্যাট করতে নামেন সুন্দর। যন্ত্রণা চেপে লড়াই চালিয়ে যান তিনি। ৭ রানে অপরাজিত থাকেন, কিন্তু প্রত্যেকটি রান করতে যে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর শরীরী ভাষায়।
উল্লেখ্য, এই সিরিজ শুরুর আগেই চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। শনিবার থ্রোডাউন বিশেষজ্ঞের সঙ্গে অনুশীলনের সময় একটি বল আচমকাই লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে সজোরে আঘাত করে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে পেশিতে চিড়। সেই রিপোর্টের ভিত্তিতেই বোর্ড জানিয়ে দেয়, গোটা সিরিজে আর খেলা সম্ভব নয় পন্থের।
একদিকে পন্থ, অন্যদিকে সুন্দর দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটে ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। আপাতত ভারতীয় দলের মেডিক্যাল টিমের প্রধান লক্ষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ওয়াশিংটন সুন্দরকে পুরোপুরি সুস্থ করে তোলা। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই লড়াই কতটা সফল হবে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।










