Home Sports News বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের! ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার

বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের! ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার

indian-cricket-team-washington-sundar-injury-ahead-t20-world-cup

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দুশ্চিন্তা বাড়ল ভারতীয় শিবিরে (Indian Cricket Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ওয়ানডে সিরিজ, এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। চোটের কারণে পুরো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই তাঁকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে বিসিসিআই।

Advertisements

বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ অনিশ্চিত, বিকল্প ভাবছে ICC?

   

রবিবার বরোদার কোটাম্বি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বল করার সময়ই চোট পান সুন্দর। ইনিংসের পঞ্চম ওভারে আচমকাই তাঁর পিঠে টান লাগে। ব্যথা এতটাই তীব্র ছিল যে, সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না। মাঠেই পিঠ চেপে ধরে কুঁকড়ে যেতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দলের সাপোর্ট স্টাফ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ইনিংসের ২০তম ওভারের পর মাঠ ছাড়তে বাধ্য হন ভারতীয় অলরাউন্ডার।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘সাইড স্ট্রেন’র কারণে ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। প্রথম ম্যাচ শুরু হতে আর মাত্র ছ’দিন বাকি। এত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠা সম্ভব নয় বলেই মেডিক্যাল টিমের মত।

সুন্দরের বদলে কাকে দলে নেওয়া হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য বিকল্প হিসেবে শাহবাজ আহমেদ, ক্রুণাল পাণ্ডিয়া ও রবি বিষ্ণোইয়ের নাম উঠে আসছে। উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে জিম্বাবোয়ে সফরে কাঁধের চোটে সুন্দর ছিটকে যাওয়ার পর তাঁর জায়গাতেই প্রথম ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন শাহবাজ আহমেদ। বাংলার এই অলরাউন্ডারের আন্তর্জাতিক অভিজ্ঞতাও রয়েছে। ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

ওয়াশিংটন সুন্দরের চোট ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। ব্যাট ও বল, দুই বিভাগেই দলের ভারসাম্য রক্ষা করেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর পারফরম্যান্স বরাবরই নজরকাড়া। প্রথম ওয়ানডে ম্যাচে ৫ ওভারে ২৭ রান দিয়ে উইকেট না পেলেও, চোট উপেক্ষা করে আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সুন্দর। যন্ত্রণার মধ্যেও ৭ রানে অপরাজিত থেকে দলের প্রতি দায়বদ্ধতার নজির রাখেন তিনি। তবে প্রতিটি রান নিতে যে কষ্ট হচ্ছিল, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও এক মাসের কম সময় বাকি। আপাতত ভারতীয় দলের মেডিক্যাল টিমের প্রধান লক্ষ্য, সেই মহাযজ্ঞের আগেই ওয়াশিংটন সুন্দরকে পুরোপুরি সুস্থ করে তোলা। কারণ তাঁর মতো অলরাউন্ডারের ফিটনেসই বিশ্বকাপের মঞ্চে ভারতের জন্য হতে পারে বড় ফ্যাক্টর।

Advertisements