এশিয়া কাপের (Asia Cup 2025 ) পর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য ফের শুরু নতুন মিশন। ঘরের মাঠে দুই টেস্টের ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সিরিজ (Test Series) দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম হোম চ্যালেঞ্জ। আহমেদাবাদে (Ahmedabad) ২ অক্টোবর শুরু হচ্ছে প্রথম টেস্ট (India Cricket News)। প্রস্তুতিতে মাঠে নামলেন শুভমন গিলরা (Shubman Gill), যদিও প্রথম অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের তিন তারকা বোলারকে (Bengali Sports News)।
ইংল্যান্ড সফরে প্রথমবার অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর এবার ঘরের মাঠে প্রথম সিরিজে টেস্ট নেতৃত্বে নামবেন শুভমন গিল। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, যিনি এই সিরিজ দিয়ে সহ-অধিনায়কের ভূমিকায় আত্মপ্রকাশ করছেন। গিল ইংল্যান্ডে ব্যাট হাতে উজ্জ্বল পারফর্ম করলেও, এবার প্রত্যাশা আরও বেশি। তার নেতৃত্বের দৃষ্টিভঙ্গি ও কৌশল কতটা কার্যকর হয়, সেটাই দেখার বিষয়।
চোটের কারণে এখনও দলে ফেরেননি ঋষভ পন্থ। তাঁর অনুপস্থিতিতে উইকেটকিপারের দায়িত্বে থাকছেন তরুণ ধ্রুব জুরেল। এটি তাঁর জন্য বড় সুযোগ নিজেকে আন্তর্জাতিক টেস্ট মঞ্চে প্রমাণ করার।
মঙ্গলবার থেকেই আমেদাবাদে নেট সেশনে ব্যস্ত রয়েছে ভারতীয় দল। কোচ গৌতম গম্ভীর ছিলেন অনুশীলনে সরাসরি উপস্থিত। মূল ফোকাস বোলারদের বিশ্রাম দিয়ে ব্যাটারদের ওপর বেশি সময় দেওয়া। কারণ ব্যাটিং অর্ডার মোটামুটি স্থির হলেও, বোলিং কম্বিনেশন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।
দলে রয়েছেন একাধিক অলরাউন্ডার। রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। তবে তিনজনের মধ্যে থেকে কাকে খেলানো হবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে। কুলদীপ যাদবও ভালো ফর্মে রয়েছেন, তাই স্পিন কম্বিনেশন ঠিক করাটাই মূল মাথাব্যথার জায়গা।
টেস্ট শুরুর আগে আহমেদাবাদের পিচে ঘাস দেখা গেলেও ধারণা করা হচ্ছে, ম্যাচের সময় পর্যন্ত তা থাকবে না। স্পিনারদের জন্য সহায়ক পিচে বাড়তি সুবিধা পেতে পারে ভারত।
ভারতীয় দল (স্কোয়াড):
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, নারায়ণ জগদীশন
ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় টিম ইন্ডিয়া। এরপর রয়েছে অস্ট্রেলিয়া সফর ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ। তাই শুভমনদের কাছে এই দুই টেস্টই আত্মবিশ্বাস তৈরি করার চাবিকাঠি।
Jasprit Bumrah, Kuldeep Yadav, and Axar Patel took a break as the rest of the Indian team hit the ground running in Ahmedabad less than two days after its Asia Cup triumph, for the first of the two Tests against the West Indies
📸- @vsoneji24 pic.twitter.com/irPWvNa26L
— Sportstar (@sportstarweb) September 30, 2025
Indian Cricket Team vs West Indies Test Series 2025 under Shubman Gill captaincy in Ahmedabad